ঈশার প্ল্যান ভেস্তে সৃজনকে নির্দোষ প্রমাণ করে দিল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণা। নিজের উপস্থিত বুদ্ধির জোরে ফের একবার স্বামীকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে সে। আজকের পর্বেই দেখতে পাবেন, ঈশার মিথ্যের নাটকের পর্দাফাঁস করেছে পর্ণা। সেই সঙ্গেই সামনে এসেছে কৃষ্ণার আসল রূপ।
জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, পর্ণার অনুপস্থিতিতে সৃজনকে কাছে পাওয়ার এক নোংরা খেলা খেলে ঈশা। যদিও সে একা নয়, এই প্ল্যানে জড়িত ছিল দত্ত বাড়ির তিন সদস্য। অয়ন, মৌমিতার পাশাপাশি ঈশাকে সঙ্গ দিয়েছিল বাবুউউর মা। শুধুমাত্র পর্ণাকে বাড়ি থেকে তাড়াবেন বলে ছেলের চরিত্রে দাগ লাগাতেও দ্বিধাবোধ করেননি তিনি।
ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, মহিলা সমিতি এবং সংবাদমাধ্যমের লোকজন নিয়ে দত্ত বাড়িতে এসে হাজির হয়েছে ঈশা। মহিলা সমিতির লোকেরা সৃজনের (Srijan) ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এই পরিস্থিতিতে প্রথমে খানিকটা দিশেহারা লাগছিল পর্ণার (Parna)। কীভাবে সৃজনকে বাঁচানো যায় সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না সে।
আরও পড়ুনঃ এবার জব্দ হবে পরাগ-পলাশ! শিমুলের পাশে দাঁড়িয়ে চরম সিদ্ধান্ত নিল মধুবালা, ফাঁস তোলপাড় করা পর্ব
কিন্তু এরপরেই একটা বুদ্ধি আসে পর্ণার মাথায়। সে ভাবে, যখন ঘরের মধ্যে এসব কিছু হয়েছে তখন তো ল্যাপটপ অন ছিল। তাহলে সেখানে সব রেকর্ড হয়ে গিয়েছে। যেমন ভাবা তেমন কাজ! এরপর ল্যাপটপের সাহায্যের ঈশার (Isha) মিথ্যে নাটক ভেস্তে দেয় বাবুউউর বউ। সেই সঙ্গেই ধরা পড়ে যায় অয়ন, মৌমিতা, কৃষ্ণারা (Krishna)।
ঈশার এই নোংরা চক্রান্তে নিজের মা জড়িয়ে আছে দেখে ভীষণ অবাক হয়ে যায় সৃজন। আগামী পর্বে দেখা যাবে, মায়ের আসল রূপ দেখার পর ক্ষোভে ফেটে পড়েছে সে। সৃজন মুখের ওপর বলে দেয়, মায়ের থেকে বেশি বউ তাকে ভালোবাসে।
আরও পড়ুনঃ দীপা ফেল, রানীও গেল হেরে! দর্শকদের বিচারে ২০২৩ এ স্টার জলসার সেরা সিরিয়াল কোনটি?
আগামী পর্বে দেখতে পাবেন, সৃজন কৃষ্ণাকে বলছে, তোমার চেয়ে বেশি পর্ণা আমায় ভালোবাসে। ছেলের মুখে একথা শুনে অবাক হয়ে যায় বাবুউউর মা। এদিকে কাঁদতে থাকে পর্ণা। অন্যদিকে ধরা পড়ে যাওয়ার পরেও লজ্জা নেই ঈশার। সে প্রতিজ্ঞা করে, এসব কিছুর বদলা সে নেবেই।