• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় স্তরে উজ্জ্বল বাংলার মুখ, ‘সারেগামাপা’ বিজেতা হয়ে মেয়ে-বউকেই শ্রেয় দিলেন অ্যালবার্ট কাবো

Published on:

SaReGaMaPa 2023 winner Albert Kaboo Lepcha opens up about his win

অল্পের জন্য হাতছাড়া হয়েছিল জি বাংলা ‘সারেগামাপা’র (SaReGaMaPa) ট্রফি। তবে জাতীয় স্তরে ইতিহাসের পুনরাবৃত্তি হল না। জি টিভির ‘সারেগামাপা’ ফিনালেতে সবাইকে টেক্কা দিয়ে বিজয়ীর খেতাব জিতলেন অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha)। প্রায় তিন মাসের এই হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাত করলেন কালিম্পংয়ের এই টুরিস্ট গাইড।

আট মাসের শিশুকন্যাকে হারিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন কাবো। পাশে ছিল স্ত্রী পূজা ছেত্রী। শুরু থেকেই নিজের তুখোড় গায়কীর মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন এই বঙ্গ তনয়। অনেকেই বলেছিলেন, এবারের ট্রফিটা মনে হয় কাবোই জিতবে (Winner)! ঠিক তাই হল। বাংলার ‘সারেগামাপা’ জিততে না পারলেও, জাতীয় স্তরে বাজিমাত করলেন তিনি।

Albert Kaboo Lepcha wins SaReGaMaPa 2023

চলতি বছর পাঁচ জন প্রতিযোগী ‘সারেগামাপা’ ফিনালেতে পৌঁছেছিলেন। এর মধ্যে চারজনই ছিল বাংলার। তবে দর্শকদের বিচারে জয়ী হন কাবো। দ্বিতীয় স্থান অর্জন করেছেন নিষ্ঠা শর্মা এবং তৃতীয় হয়েছেন বাংলারই রণিতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কলকাতায় শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট, কবে কোথায় আসছেন গায়িকা? রইল টিকিট বুকিংয়ের বিস্তারিত

‘সারেগামাপা’ জিতে সুন্দর একটি ট্রফির পাশাপাশি একাধিক বহুমূল্য পুরস্কারও জিতেছেন কাবো। বন্ধন ব্যাঙ্কের থেকে ৫ লাখ টাকা এবং জি টিভির তরফ থেকে ১০ লাখ টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয় গায়কের হাতে। এছাড়াও উপহার হিসেবে একটি গাড়ি পেয়েছেন তিনি।

Albert Kaboo Lepcha wins SaReGaMaPa 2023

আজ সর্বত্র কাবোকে নিয়ে চর্চা হচ্ছে।‘সারেগামাপা’ জেতার পর গায়ক কী বলছেন? জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে বঙ্গ তনয় বলেন, ‘দারুণ অনুভূতি। ভীষণ ভালোলাগছে। আমার স্ত্রী এবং মেয়ে এভিলিনের জন্য আমি এই মঞ্চে এসেছিলাম। এটা একটা স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হল। যে লক্ষ্য নিয়ে এসেছিলাম সেটা সফল হয়েছে। গোটা দেশ থেকে যে সমর্থকরা আমায় ভোট দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই’।

আরও পড়ুনঃ লাইভ কনসার্টে ভক্তের উপহার, মায়ের ছবি পেয়ে ভালোবাসায় ভরিয়ে আবারও মন জিতলেন অরিজিৎ সিং

মুম্বইয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার এই লড়াই কতখানি কঠিন ছিল? কাবো বলেন, ‘প্রথম যখন অডিশন দিতে আসি সেই পরিস্থিতি বেশ কঠিন ছিল। আমার হিন্দি উচ্চারণ সেই সময় অতটা সঠিক ছিল না। তবে সকল বিচারক আমায় সাহায্য করেছেন। আমি আগে কখনও প্রশিক্ষণ নিইনি। এখানে অনেক ভালো সঙ্গীতশিল্পী ছিল। কিন্তু আমি হার মানিনি’।

আজ ‘সারেগামাপা’ বিজেতা কাবোকে নিয়ে এত মাতামাতি হলেও, তিনি নিজের জয়ের যাবতীয় শ্রেয় কিন্তু স্ত্রী পূজাকে দিচ্ছেন। গায়ক বলেন, ‘পূজা আমায় সবসময় সমর্থন করে। আমি সব কাজ স্ত্রীকে জিজ্ঞেস করে করি। জীবনের সব অধ্যায়ে ও আমার পাশে দাঁড়িয়েছে। ও আজ যতটা খুশি, আমিও ততটাই খুশি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥