• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতায় শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট, কবে কোথায় আসছেন গায়িকা? রইল টিকিট বুকিংয়ের বিস্তারিত

গানের জগতে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাংলা থেকে হিন্দি, মোট ১৫টি ভাষায় গান গেয়েছেন তিনি। প্রতিটা গানই মন ছুঁয়ে যাওয়ার মত। এই কারণেই বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের মধ্যে একজন শ্রেয়া ঘোষাল। এবার জানা যাচ্ছে কলকাতায় লাইভ শো করতে আসছেন গায়িকা। চলুন জেনে নেওয়া যাক কবে ও কোথায় আসছেন? আর কতটাকা দাম হবে টিকিটের?

১২ মার্চ ১৯৮৪ সালে বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। মাত্র ৪ বছর বয়স থেকেই শুরু হয় গানের তালিম নেওয়া। এরপর জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশগ্রহণ করেন। ২০০০ সালের সারেগামাপাতে বিজয়ী হন শ্রেয়া ঘোষাল। তারপর থেকে আরও কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে একটা গানের জন্য ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া।

   

Shreya Ghoshal, Shreya Ghoshal National Award, Shreya Ghoshal National Award record

২০০২ সালে বলিউডের আইকনিক ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাক করেন শ্রেয়া। এরপর একেরপর এক গান আসতে থাকে যা ভারত তো বটেই গোটা বিশ্বে কোটি কোটি ভক্ত তৈরী করেছে গায়িকার। ২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েন গায়িকা। শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।

আরও পড়ুনঃ লাইভ কনসার্টে ভক্তের উপহার, মায়ের ছবি পেয়ে ভালোবাসায় ভরিয়ে আবারও মন জিতলেন অরিজিৎ সিং

সবার প্রিয় শ্রেয়া ঘোষাল এবার কলকাতায় আসছেন লাইভ কনসার্টের জন্য। আগামী ২রা ডিসেম্বর হবে শ্রেয়া ঘোষাল মিউজিক্যাল নাইট। কোথায় হবে? উত্তর হল কলকাতার নিক পার্কার বিগ লনে। আসলে এদিনেই অল হার্টস টুর এর শুরু করবেন শ্রেয়া ঘোষাল। কলকাতর পর কোচি, পুনে ম্যানচেস্টার এবং লন্ডনেও যাবেন তিনি।

Shreya Ghoshal kolkata live concert

আরও পড়ুনঃ শুধু সোনা-রূপাকে চাই! লাবণ্যর আসল রূপ দেখে ফুঁসে উঠল দীপা, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

চাইলেন অনলাইনেই শ্রেয়া ঘোষালের কনসার্টের টিকিট বুকিং করতে পারেন। আবার নিক পার্কে গিয়েও অফলাইনে টিকিট বুকিং করতেই পারেন। টিকিটের দাম ৭৪৯ টাকা থেকে শুরু হবে, এরপর ১৪৯৯, ২৪৯৯ থেকে ৩,৯৯৯ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে। অনলাইন বুকিয়ের জন্য নিচে দেওয়া তিনটি লিঙ্কের যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

site