• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাইভ কনসার্টে ভক্তের উপহার, মায়ের ছবি পেয়ে ভালোবাসায় ভরিয়ে আবারও মন জিতলেন অরিজিৎ সিং

Published on:

Arijit Singh fan gifts him Photo of his Mother in Nepali New Year Live Concert Video

অরিজিৎ সিং (Ariijit Singh), নামটাই যথেষ্ট বাচ্চা থেকে বড় সকলের প্রিয় গায়ককে বোঝানোর জন্য। কথায় রয়েছে পৃথিবীর একমাত্র গায়ক যার কোনো হেটার্স নেই তিনিই অরিজিৎ সিং। আসলে নিজের মন্ত্রমুদ্ধকর গলা দিয়ে যে গানই তিনি গান সেটাই মন ছুঁয়ে যায়। বিশেষ করে প্রেমের গান হলে তো আর কথাই নেই। তবে শুধুই পর্দার আড়ালে নয়, ভক্তদের ডাকে সাড়া দিয়ে মাঝে মধ্যেই লাইভ কনসার্টে দেখা যায় অরিজিৎ সিংকে।

লাইভ স্টেজে অনুষ্ঠানের সময় হাজারো অভিজ্ঞতা হয় গায়কদের। কিছু অভিজ্ঞতা মিষ্টি ও ভালো যেমন হয় তেমনি থাকে খারাপ অভিজ্ঞতাও। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সাথেও একটি আবেগঘন অভিজ্ঞতা ঘটে গেল এক লাইভ অনুষ্ঠানের সময়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। নেপালে একটি কনসার্টে গান গাইতে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে এক ভক্তের দেওয়া উপহার আবেগে ভাসালো গায়ককে।

Arijit Singh, Arijit Singh fees for a song

এদিন কনসার্ট চলাকালীন এক ভক্ত অরিজিৎ সিংকে তাঁর মায়ের একটি ছবি উপহার দেন। যা পেয়ে কিছু সময়ের জন্য থমকে যান তিনি। ছবিটা কিছুক্ষণ দেখার পর তিনি জিজ্ঞাসা করেন ছবিটা অটোগ্রাফের জন্য কি না? তখন ভক্ত জানায় এটা তাঁর জন্যই, তিনি নিয়ে যেতে পারেন। এরপর সেই ছবি বুকে জড়িয়ে ধরেন অরিজিৎ সিং। এমন সুন্দর একটা উপহারের বদলে নিজের গানের মধ্যে দিয়ে ভালোবাসা উজাড় করে দিয়েছেন গায়ক।

আরও পড়ুনঃ একটাই জীবন, তাই টাকার পিছনে না ছুটে এনজয় করতে চাই! রচনার মন্তব্যের প্রশংসা নেটিজেনদের

যেহেতু নেপালে শো করতে গিয়েছিলেন তাই বহুদিন আগে গাওয়া এক নেপালি গান লাইভ গেয়ে শোনান অরিজিৎ সিং। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ বলছেন, ‘বহুদিন আগে নেপালি গান গেয়েছিলাম, তবুও গাইছি’। এরপর নেপালি গান ‘জিন্দেগি কো কে ভরসা’ গাইতে দেখা যায় তাকে। চোখের সামনে অরিজিৎ সিংকে নেপালি গান গাইতে দেখে উচ্ছাসে ফেটে পরে কনসার্ট। বর্তমানে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে সুপার ভাইরাল।

আরও পড়ুনঃ রেলের চাকরি ছেড়ে অভিনয়, মেনে নেয়নি পরিবার! খরাজ মুখার্জির জীবনকাহিনীই যেন আস্ত সিনেমা

অবশ্য শুধু একটি নয় এছাড়াও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যার মধ্যে কোনোটিতে সাউন্ড চেক করতে দেখা যাচ্ছে। তো কোনো ভিডিওতে মঞ্চে এদিক ওদিক যেতে দেখা যাচ্ছে, কিন্তু হাঁটার সময় কিছুটা খুঁড়িয়ে চলছেন তিনি। হয়তো কোনো কারণে হাঁটতে কষ্ট হচ্ছিলো তার। তবে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি কনসার্টে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥