• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের দিন শেষ! পাঠান-জওয়ানের পর বক্স অফিস কাঁপাতে আসছে ‘মুন্নাভাই ৩’, প্রকাশ্যে ফার্স্ট লুক

Published on:

Sanjay Dutt Arshad Warsi Rajkumar Hirani in one frame is Munnabhai 3 finally happening

বলিউডের (Bollywood) ইতিহাসের অত্যন্ত সফল একটি ফ্র্যাঞ্চাইজি হল ‘মুন্নাভাই’ (Munnabhai)। সঞ্জয় দত্ত (Sanjay Dutt), আরশাদ ওয়ার্সি (Arshad Warsi) অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। এখনও অনেক সিনেপ্রেমী মানুষের কাছে তাঁদের পরিচিতি ‘মুন্না’ এবং ‘সার্কিট’ নামেই। রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্নাভাই এমবিবিএস’ (Munnabhai MBBS) এবং ‘লগে রহো মুন্নাভাই’ সিনেমায় দুই অভিনেতার অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এবার ‘মুন্নাভাই’ ফ্যানদের জন্যই চলে এল একটি বিরাট সুখবর।

২০০৬ সালে রিলিজ করেছিল ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘লগে রহো মুন্নাভাই’ (Lage Raho Munnabhai)। এরপর দেখতে দেখতে কেটে গিয়ে ১৭ বছর। গত প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে ‘মুন্নাভাই ৩’র (Munnabhai 3) অপেক্ষা করছেন দর্শকরা। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান হয়তো হতে চলেছে!

Munnabhai 3, Munna and Circuit

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘মুন্না’ (Munna) এবং ‘সার্কিট’ (Circuit) রূপে সঞ্জয় এবং আরশাদের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য এই দুই অভিনেতা একা ছিলেন না। তাঁদের সঙ্গে ‘মুন্নাভাই’ স্রষ্টা তথা পরিচালক রাজকুমার হিরানিও (Rajkumar Hirani) ছিলেন।

আরও পড়ুনঃ সৌরভ গাঙ্গুলির স্ত্রীর স্কুলে নাচ শিখতে চান? ডোনা গাঙ্গুলির ফিস শুনলে সত্যিই শ্রদ্ধা বেড়ে যাবে

Munnabhai 3, Munna and Circuit

আরও পড়ুনঃ শাহরুখ খান ক্রেজ, ভেন্টিলেটর সাথে নিয়েই সিনেমা হলে ভক্ত, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

ভাইরাল (Viral) হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, মুন্নার আইকনিক কমলা রঙের শার্ট পরে রাজকুমারের সঙ্গে একটি ঘরে ঢুকছেন সঞ্জয় দত্ত। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে মুন্নাভাইয়ের টাইটেল ট্র্যাক। এরপরেই পরিচালক হাসতে হাসতে বলেন, ‘মুন্না ফিরে এসেছে’। কিছুক্ষণ পরেই সার্কিটের বেশে এন্ট্রি নেন আরশাদ। ঘরে ঢুকেই তিনি জড়িয়ে ধরেন সঞ্জয়কে। এরপর ফের রাজকুমার বলেন, ‘আমরা ফিরে এসেছি’।

 

View this post on Instagram

 

A post shared by Koimoi.com (@koimoi)

মুন্না-সার্কিটের এই ভিডিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। তিনজনকে একফ্রেমে দেখে অনেকেই ‘মুন্নাভাই ৩’র স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। তবে কেউ কেউ এও বলছেন, কোনও সিনেমা নয়, বরং বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য একত্রিত হয়েছেন সঞ্জয়, আরশাদ এবং রাজকুমার। সেই বিজ্ঞাপনে দুই তারকাকে মুন্না এবং সার্কিট রূপে দেখা যাবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোন গুঞ্জন সত্যি হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥