• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ খান ক্রেজ, ভেন্টিলেটর সাথে নিয়েই সিনেমা হলে ভক্ত, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Published on:

A Shah Rukh Khan fan watches Jawan while on ventilator video goes viral

এই মুহূর্তে ‘জওয়ান’ (Jawan) জ্বরে কাবু গোটা দেশ। আসলে দেশ বললে ভুল হবে, কারণ ‘জওয়ান’ ঝড় উঠেছে গোটা বিশ্বে। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই সিনেমা। এরপর থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। মাত্র ৮ দিনের মধ্যে ৮০০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’। টিকিটের জন্য ২০০০-২৫০০ টাকা খরচ করতেও পিছপা হচ্ছেন না দর্শকরা।

অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি দেখতে সিনেমাহল ভরিয়ে দিচ্ছেন শাহরুখ অনুরাগীরা। ১৩ থেকে ৮৩, প্রত্যেকে ছুটে যাচ্ছেন বড়পর্দায় ‘জওয়ান’ ম্যাজিক দেখতে। এসবের মাঝেই শাহরুখের এক বিশেষভাবে সক্ষম অনুরাগী (Fan) যা করলেন তা দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করেই ‘জওয়ান’ দেখতে সিনেমাহলে ছুটে যান তিনি।

Jawan trailer, Shah Rukh Khan in Jawan, Jawan advance booking collection

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভেন্টিলেটর (Ventilator) নিয়েই শাহরুখের একজন ফ্যান ‘জওয়ান’ দেখতে সিনেমাহলে ছুটে গিয়েছেন। কঠিন রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রিয় তারকাকে বড়পর্দায় দেখতে ছুটে গিয়েছেন আনিস ফারুকি (Anees Farooqi) নামে সেই অনুরাগী।

আরও পড়ুনঃ বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা! বেবিবাম্পের ছবি শেয়ার করে চমকে দিলেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী

Anees Farooqi, Anees Farooqi Jawan

আরও পড়ুনঃ সিরিয়ালের কালিদাস! বিয়ের মন্ডপেই ফাঁস হবে রূপ-ময়ূরীর কেচ্ছা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

একজন নেটিজেন আনিসের ভিডিও শেয়ার করে টুইটারে লেখেন, ‘চূড়ান্ত সম্মানঃ আনিস ফারুকি, বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি ভেন্টিলেটর নিয়েই ‘জওয়ান’ দেখতে সিনেমাহলে ছুটে এসেছেন। শাহরুখ খানের অনুরাগী হিসেবে আজ প্রচণ্ড গর্ব হচ্ছে’। নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আনিসের ভিডিও। শাহরুখের প্রতি তাঁর নিখাদ ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে নেটাগরিকদের।

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’র হাত ধরে কামব্যাক করেছিলেন শাহরুখ। ২০২৩ সালে‘কিং খান’র দ্বিতীয় রিলিজ হল ‘জওয়ান’। ‘বাদশা’র এই প্যান ইন্ডিয়া সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাউথের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এছাড়াও অন্যান্য নানান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সান্যা মলহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্যের মতো তারকাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥