• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোলাপী বেনারসীতে মোহময়ী সুন্দরী, রইল সন্দীপ্তা-সৌম্যর সিঁদুর দানের ভিডিও থেকে বিয়ের অ্যালবাম

Sandipta Sen Wedding : অপেক্ষার অবসান, বৈদিক মতে সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। দীর্ঘ দুবছর ধরে সৌম্য মুখোপাধ্যায়ের সাথে প্রেমের পর শেষমেশ এক হল চার হাত। এদিন সকাল থেকেই ছিল তুমুল ব্যস্ততা। সাজসাজ রব চারিদিকে। আজ পিসি চন্দ্র গার্ডেন্সে হয়েছে সন্দীপ্তার বিয়ের অনুষ্ঠান। আর সকলেই অপেক্ষায় ছিলেন কতক্ষণে প্রকাশ্যে আসবে বিয়ের ছবি।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সন্দীপ্তার বিয়ের বেশ কিছু মুহূর্তের ছবি। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবির কমেন্ট বক্সে ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। বিয়েতে ঠিক যেমনটা বলেছিলেন তেমনই দুধে আলতা রংয়ের বেনারসীতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। সাথে ছিল গা ভর্তি সোনার গয়না আর এক গাল হাসি। অন্যদিকে বর সৌম্যর পরণে ছিল হালকা গোলাপি রংয়ের শেরওয়ানি সাথে সাদা ধুতি।

   

সন্দীপ্তা সেনের বিয়ের ছবি : Sandipta Sen gets married to Soumya Mukherjee

বিয়ের দিনের জন্য আগে থেকেই অতিথিদের গোলাপী রংয়ের পোশাক পড়তে মানা করে দেওয়া হয়েছিল। যাতে করে বর-কনেকে একেবারে আলাদা করে দেখা যায়। এদিন বৈদিক মতেই বিয়ে সেরেছেন সন্দীপ্তা ও সৌম্য। মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে বিবাহ অনুষ্ঠান। বিয়েতে কোনো কন্যাদান হয়নি।

আরও পড়ুনঃ দুবছরের প্রেমের শুভ পরিণয়, কিভাবে হয় প্রথম আলাপ? রইল সন্দীপ্তা-সৌম্যর ফিল্মী লাভ স্টোরি

সন্দীপ্তা সেনের  বিয়ের ছবি সন্দীপ্তা ও সৌম্য মালাবদল : Sandipta Sen Soumya Mukherjee wedding photos

টলিপাড়ার বেশ একঝাঁক তারকারা উপস্থিত ছিলেন বিয়েতে। শীঘ্রই তাদের তরফ থেকেও ছবি মিলবে বিয়ের। এর আগে সকালে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদের ছবিও প্রকাশ্যে এসেছিল। সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি চলতে থাকায় কিছুটা চিন্তায় ছিলেন সবকিছু ঠিকভাবে সম্পন্ন হবে কি না তা নিয়ে।

আরও পড়ুনঃ ‘বিপদে কাঞ্চনদার হাতটা আমিই ধরেছিলাম’, সহবাস করছেন? জবাবে চমকে দিলেন শ্রীময়ী

Sandipta Sen Wedding সন্দীপ্তা সেনের বৈদিক মতে বিয়ের ছবি ও ভিডিও

তবে সব কিছুই সময়মত ও সঠিকভাবে সম্পন্ন হয়েছে। যেমনটা জানা যাচ্ছে সন্ধ্যে ৭টা নাগাদ  শুরু হয়েছিল বিয়ে। এরপর বিয়ে শেষ হতেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে একাধিক ছবি থেকে ভিডিও।

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সিঁদুরদানের মুহূর্তের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রথমে সৌম্য সন্দীপ্তাকে ও পরে সন্দীপ্তা সৌম্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। বলাবাহুল্য ভিডিওটি হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। সন্দীপ্তার সিঁদুরদানের ভিডিওতে উপচে পড়েছে লাইক ও কমেন্ট। বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভ কামনায় ভরিয়েদিয়েছেন ভক্তরাও।