• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বিপদে কাঞ্চনদার হাতটা আমিই ধরেছিলাম’, সহবাস করছেন? জবাবে চমকে দিলেন শ্রীময়ী

Published on:

Sreemoyee Chattoraj opens up about her relationship with Kanchan Mullick

দুর্গা পুজো, কালী পুজো হোক বা রাতের পার্টি- প্রায় সর্বত্রই এখন একসঙ্গে দেখা যায় কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টোরাজকে (Sreemoyee Chattoraj)। তাঁদের ঘনিষ্ঠতা নেটিজেনদের গসিপের অন্যতম বিষয়। সম্প্রতি তাঁদের আবার ‘নতুন শোভন-বৈশাখী’ নাম দিয়েছে নেটাগরিকদের একাংশ। যদিও শ্রীময়ীর কথায়, কাঞ্চনদা স্রেফ তাঁর বন্ধু!

বছর দুয়েক হল কাঞ্চন-শ্রীময়ীয় সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কাঞ্চন-পিঙ্কির সংসার ভাঙার সময়ে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে উঠে এসেছিল শ্রীময়ীর নাম। সময়ের সঙ্গে আরও বেশি খোলামেলা হয়েছে দু’জনের সম্পর্ক। অভিনেতার বাড়ির কালী পুজো থেকে শুরু করে রাস পূর্ণিমা- সর্বত্র নজর কাড়ে শ্রীময়ীর উজ্জ্বল উপস্থিতি।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় কাঞ্চনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন শ্রীময়ী। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে এই বন্ধুত্ব অনেক বছর হয়ে গেল, প্রায় ১০-১২ বছর। আমায় অনেক ছোট থেকে কাঞ্চনদা চেনে। এই বন্ধুত্বটা এতখানি গভীর হতো না। আসলে কাঞ্চনদার মা মারা যাওয়ার পর ওনাকে কীভাবে একাকীত্ব গ্রাস করেছিল আমি দেখেছি। কাঞ্চনদা ভীষণ ইন্ট্রোভার্ট। নিজের ব্যক্তিজীবনকে সবার সামনে আনতে চান না। সমস্যাটা হল, যে কাঞ্চনদা এত মানুষের মুখে হাসি ফোটায়, আমি তাঁকে একা ঘরে বসে কাঁদতে দেখেছি। বলেছে, আমার সব থাকতেও কিছু নেই’।

আরও পড়ুনঃ পর্ণার অনুপস্থিতিতে নষ্টামী করে সৃজনকে বিয়ে করবে ঈশা! আবারও কাটবে তার? ফাঁস হাইভোল্টেজ ট্র্যাক

কাঞ্চনের জীবনের এই কঠিন সময়ে তাঁকে নতুন করে বাঁচার মন্ত্র দেন শ্রীময়ী। অভিনেত্রী বলেন, ‘আমি তখন ওঁকে বলেছিলাম, তুমি পশ্চিমবঙ্গের কোণায় কোণায় পারফর্ম করছো। দশ-হাজার মানুষের মুখে হাসি ফোটাচ্ছো। সেই মানুষগুলো তোমায় দেখার জন্য অপেক্ষা করে থাকে। তোমার ছাতার তলায় তাঁরা আছে। তাই আমি মনে করি, তোমায় নিজেকে আগে বাঁচতে হবে। জীবন তো একটাই’।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj celebrated Rash Purnima together

কিছুক্ষণ চুপ করে থেকে শ্রীময়ী ফের বলেন, ‘আসলে কাঞ্চনদা জীবনে একটা প্রপার কাঁধ পায়নি, যেখানে বিশ্বাস করে কথাগুলো বলবে। অনেকেই অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছ থেকে কাজ পেতে, সুযোগ পেতে এসেছে। অনেকে এসেছে হাসি, মজা কিংবা ইয়ার্কির জন্য। তবে কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা, কাঞ্চনদার হাতটা আমি ধরেছিলাম’।

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে গীতা LLB-জগদ্ধাত্রী, প্রথম পাঁচেও নেই অনুরাগের ছোঁয়া! দেখুন ওলটপালট TRP তালিকা

সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বহুল চর্চা হয়। তাঁরা কি সহবাস করছেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘না। আমাদের এই সম্পর্ককে সহবাসের নাম দেব না। আমরা দু’জন তো লিভ ইন করি না। একসঙ্গে বাসই করি না, তো সহবাস কীভাবে হবে! আমরা এই এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিতে পারি। ভালোলাগার ব্যাপার তো একটা থাকবেই’।

শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন মল্লিক সাক্ষাৎকার : Kanchan Mullick and Sreemoyee Chattoraj in Jagaddhatri Puja

শ্রীময়ীর কথায়, কিছু পাওয়ার আশায় মিথ্যে সম্পর্কে থাকার থেকে ভালো থাকাটা বেশি জরুরি। অভিনেত্রী বলেন, ‘অফিশিয়ালি একটা স্বাক্ষর করে নিলাম, অথচ সম্পর্কে ভালো নেই। প্রত্যেকদিন আমায় অত্যাচার সহ্য করতে হচ্ছে… কিছু পাওয়ার আশায় মিথ্যে সম্পর্কে থাকার চেয়ে ভালো থাকা জরুরি। যেভাবে মনে হয় সেভাবে ভালো থাকুন। সবসময় যে সম্পর্কের নাম দিয়ে হবে, স্বামী-স্ত্রী বা ভাই-বোন… (তা নয়), আমরা বন্ধুত্বের সম্পর্কে ভালো আছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥