• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুবছরের প্রেমের শুভ পরিণয়, কিভাবে হয় প্রথম আলাপ? রইল সন্দীপ্তা-সৌম্যর ফিল্মী লাভ স্টোরি

Published on:

Sandipta Sen Soumya Mukherjee Marriage Photos and Their Love Story

টলিপাড়ায় বিয়ের সানাই। দীর্ঘ অপেক্ষা শেষে আজ সাত পাকে বাঁধা পড়ছেন টলি সুন্দরী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। পাত্র সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। অভিনয় পেশার সঙ্গে যুক্ত না হলেও, কাজের সূত্রে বিনোদন দুনিয়ারই মানুষ সন্দীপ্তার হবু স্বামী। জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মী তিনি। এহেন দুই ভিন্ন জগতের মানুষের প্রথম আলাপটা হল কীভাবে?

বিয়ের একদিন আগে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন রাখা হয়েছিল সন্দীপ্তার সামনে। হবু কনে বলেন, দেখার হওয়ার বহু মাস পর তাঁরা বুঝতে পেরেছিলেন যে একে অপরকে পছন্দ করেন। সৌম্যই প্রথমে নিজের মনের কথা জানিয়েছিলেন। লম্বা সময় এঁকে অপরের সঙ্গে ফোনে কথা বলেই কাটিয়েছেন তাঁরা।

Tollywood actress Sandipta Sen Soumya Mukherjee engagement photo video goes viral

তবে এ তো নাহয় গেল প্রেম পর্বের (Love Story) কথা। প্রেমিকের কোন গুণ দেখে তাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিলেন সন্দীপ্তা? জবাবে বাংলা টেলিভিশনের ‘দুর্গা’ বলেন, ‘ওর সততা। মানুষটা যে সত্যিই ভালো সেটা ওর চোখে মুখে ফুটে ওঠে। এছাড়া সৌম্যর হাসিটা বেশ মিষ্টি’। সন্দীপ্তা জানান, প্রেমপর্ব শুরুর আগে প্রথম দেখার জন্য বহুদিন সৌম্যকে অপেক্ষা করিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে গীতা LLB-জগদ্ধাত্রী, প্রথম পাঁচেও নেই অনুরাগের ছোঁয়া! দেখুন ওলটপালট TRP তালিকা

প্রায় দু’বছরের প্রেমের পর আজ চার হাত এক হবে সৌম্য-সন্দীপ্তার। গোলাপি রঙের বেনারসিতে সাজবেন হবু কনে। সেই কারণে অতিথিদের কাছে অনুরোধ করেছেন, যাতে গোলাপি রঙের পোশাক পরে তাঁরা না আসেন। সন্ধ্যা ৬:৩০টার মধ্যে আমন্ত্রিতদের বিয়ের ভেন্যুতে পৌঁছে যাওয়ার কথা বলেছেন হবু কনে। সন্ধ্যা ৭:০০টায় মণ্ডপে বসবেন সৌম্য এবং সন্দীপ্তা।

Sandipta Sen and Soumya Mukherjee wedding

আরও পড়ুনঃ ‘কারোর সংসার ভাঙিনি’! দীপঙ্করের প্রথম স্ত্রীকে নিয়ে মুখ খুললেন দোলন রায়

সকাল থেকে টিপ টিপ বৃষ্টি হলেও, সেন বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। সকাল সকাল প্রিয় বান্ধবীর শাঁখা-পলা পরা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। বিয়ের দিন সকালে অধিবাসের পর সাধারণত শাঁখা-পলা পরেন হবু কনেরা। সন্দীপ্তাও তাই করেছেন। প্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে ভীষণ উত্তেজিত সন্দীপ্তার অনুরাগীরাও। চার হাত কখন এক হবে আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥