• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক যেন রাজকন্যা, বলিউডের মত রাজকীয় স্টাইলে বাগদান সারলেন সন্দীপ্তা, রইল সমস্ত ছবির অ্যালবাম

২০০৭ সালে ‘দুর্গা’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তখনই বোঝা গিয়েছিল, তিনি লম্বা রেসের ঘোড়া। মাঝখানে কেটে গিয়েছে বহু বছর। ছোটপর্দার গণ্ডি টপকে এখন টলিউড, ওয়েব প্ল্যাটফর্মেও চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন টলি নায়িকা।

নভেম্বর মাসের শেষ দিনে প্রি ওয়েডিংয়ের (Pre-Wedding) ঝলক শেয়ার করেছিলেন সন্দীপ্তা। মেরুন রঙা শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। অপরদিকে হবু স্বামী সৌম্য মুখার্জীর (Soumya Mukherjee) পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি। ওয়েস্টার্ন ছেড়ে পুরোদস্তুর বাঙালি সাজে ধরা দিয়েছিলেন তাঁরা। এবার নেটপাড়ায় ভাইরাল হল টলিপাড়ার এই সেলেব কাপলের এলাহি আংটি বদল (Engagement) অনুষ্ঠানের ছবি, ভিডিও।

   

Sandipta Sen and Soumya Mukherjee engagement

আগামী ৭ ডিসেম্বর বিয়ে করবেন সৌম্য-সন্দীপ্তা। তার আগে কাছের মানুষদের সাক্ষী রেখে আংটি বদল করলেন তাঁরা। এনগেজমেন্টের দিন সাদা রঙের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন টলি (Tollywood) নায়িকা। হবু স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে একই রঙের পাঞ্জাবি পরেছিলেন সৌম্য।

আরও পড়ুনঃ শীঘ্রই ঘুরবেন সাত পাক! এলাহী আইবুড়োভাত খেলেন দর্শনা, ভিডিও ভাইরাল হতেই শুভেচ্ছা ভক্তদের

Sandipta Sen and Soumya Mukherjee engagement

রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সৌম্য-সন্দীপ্তার আংটি বদলের ছবি, ভিডিও। বলিউডকে টেক্কা দেওয়া সেই অনুষ্ঠানের নানান ঝলক দেখে তারকাজুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা। সন্দীপ্তা-সৌম্যর জীবনের এই নতুন ইনিংস শুভ হোক সেই কামনা করেছেন প্রত্যেকে।

আরও পড়ুনঃ প্রেম করছেন ঋত্বিক মুখোপাধ্যায়! প্রেমিকা কে? নায়িকার সাথে ছবি ভাইরাল হতেই জল্পনা শুরু নেটপাড়ায়

Sandipta Sen engagement

সৌম্য-সন্দীপ্তার বাগদানে যেমন আমন্ত্রিত ছিলেন টলি সুন্দরী সোহিনী সরকার। বন্ধুর আংটি বদল অনুষ্ঠানের ছবি শেয়ার করে হবু দম্পতিকে শুভেচ্ছা জানান তিনি। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে সৌম্য, সন্দীপ্তা, সোহিনীর সেই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রসঙ্গত, নিজের বিয়ের সকল আচার অনুষ্ঠান প্রাণ খুলে উপভোগ করছেন সন্দীপ্তা। এনগেজমেন্টের দিন যেমন তাঁকে ‘বোলে চুড়িয়া’ গানে নাচতে দেখা যায়। সৌম্য আংটি পরানোর পর আবার একটু আবেগপ্রবণও হয়ে পড়েন জনপ্রিয় এই টলি নায়িকা। আবেগ, ভালোবাসা, অনুরাগে ভরপুর সৌম্য-সন্দীপ্তার আগামী জীবন সুখের হোক এই কামনা রইল বং ট্রেন্ডের তরফ থেকে।