• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মার্ট বউ সাজতে গিয়ে খুলে গেল প্যান্ট! ‘সন্ধ্যাতারা’ আগাম পর্ব দেখে চোখ ঢাকছে দর্শকেরা

Published on:

Sandhyatara serial Sandhya Neel funny moment new promo on air

Sandhyatara Serial New Promo : শুরু থেকেই আর পাঁচটা বাংলা সিরিয়াল (Bengali Serial) থেকে একেবারে আলাদা স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই সিরিয়ালে প্রধান নায়িকা সন্ধ্যা চরিত্রে জনপ্রিয় টেলি অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে নায়ক আকাশনীলের চরিত্রে অভিনয় করছেন নতুন নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajit Bandhopadhyay)। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন অত্যন্ত নাটকীয়ভাবেই বিয়ে হয়েছে সন্ধ্যা আর নীলের।

দিদি সন্ধার জন্য তারা আত্মত্যাগ করেছে নিজের ভালোবাসা। আর নীলও মন থেকে তারাকে ভালোবাসলেও মায়ের মন রাখতে বিয়ে করেছে সন্ধ্যাকে। যদিও নীল এখনও পর্যন্ত সে নিজের মন থেকে তারাকে মুছে ফেলতে পারেনি। তাই তারাকে ভুলে সহজ সরল সন্ধ্যাকে সে কিছুতেই নিজের বউ বলে মানতে পারছে না। অন্যদিকেবিজয়া মাঠানকে যেহেতু তার নিজের বাড়ির লোকজনই সহ্য করতে পারেন না তাই তারা সমানে নীলকে তার মায়ের বিরুদ্ধে উস্কে চলেছে।

Sandhyatara serial Sandhya Neel funny moment new promo on air

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রমো। এই প্রমোতে দেখা যাচ্ছে নীল সন্ধ্যাকে বলছে মাসিমাকে মতো শাড়ি না পরে ভালোভাবে সেজেগুজে থাকতে। কারণ কলকাতা থেকে তার বন্ধুরা আসবে। একথা শুনে অবাক হয়ে সন্ধ্যা বলে বলে ‘শাড়ি পরবো না তো কি পরবো প্যান্ট শার্ট?’ এরপর নীল সম্মতি জানিয়েছে ভেবে সন্ধ্যাও ঢিলেঢালা শার্ট আর একটা বড়সড় প্যান্ট পড়ে এসে দাঁড়ায় নীলের সামনে।

যা দেখে নীল অবাক হয়ে উঠে দাঁড়ায়। আর প্রশ্ন করে ‘এটা কি?’ তখন জবাবে সন্ধ্যা বলে ওঠে ‘স্মার্ট বউ হয়েছি। এবার বন্ধুদের সামনে যাবো?’ তখন নিল বলে ‘কোমর থেকে হাত নামান’। তখন সন্ধ্যা প্রথমে বলে ‘নামানো যাবে না।’ কিন্তু নীলের ধমক শুনে অজান্তেই কোমর থেকে হাত সরতেই দেখা যায় প্যান্ট খুলে পড়েছে  সন্ধ্যার।

আরও পড়ুনঃ অভিনয় ছাড়াও রয়েছে আরও এক প্রতিভা, ‘অনুরাগের ছোঁয়া’র ছোট্ট সোনার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

আরও পড়ুনঃ নীলের থেকে সিঁদুর কেড়ে ময়ূরীকে বিয়ে করবে লাল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মাথা ঘোরানো টুইস্ট

এই দৃশ্য দেখে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে নীল। অন্যদিকে লজ্জায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে সন্ধ্যা। সিরিয়ালের নতুন প্রোমো দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে এমনই একজন নেটিজেন লিখেছেন ‘আমি হাসতে হাসতে কোমায় চলে গেলে প্লিজ তোমরা আমাকে সুস্থ করার ব্যবস্থা কইরো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥