• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছাড়াও রয়েছে আরও এক প্রতিভা, ‘অনুরাগের ছোঁয়া’র ছোট্ট সোনার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Updated on:

Anurager Chhowa serial Sona actress Misheeta Ray Chowdhury's video goes viral

Anurager Chhowa Sona Mishita Ray Chowdhury talent : বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে এই মুহূর্তে নয়নের মনি অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালের সোনা (Sona) অভিনেত্রী মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury)। প্রথম সিরিয়ালেই এই মিষ্টি নায়িকা মন জয় করে নিয়েছেন গোটা বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের। তাই পাতা মেয়ে রুপার মতোই সোনাকে সারাক্ষণ ভালোবাসায় মুড়িয়ে রেখেছেন দর্শকরা।

এখন এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপাকেও ছাপিয়ে গিয়েছে সেনগুপ্ত পরিবারের এই দুই খুদে সদস্য। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজতেই এই ছোট্ট সোনা-রুপার আদো আদো কথা আর মিষ্টি অভিনয় দেখতে সকলেই বসে পড়েন টিভির সামনে। বিশেষ করে হিংসুকুটি সোনার থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারেন না দর্শকরাও। এইটুকু বয়সেই মিশিতার নিখুঁত অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান সকলেই।

Anurager Chhowa, Anurager Chhowa Sona, Anurager Chhowa Sona crying

এত অল্প বয়সে মিশিতার দুর্দান্ত এক্সপ্রেশন দেখে ফিদা হয়ে গিয়েছেন ৮ থেকে ৮০ সকলেই। তাই নয়নের মণি সোনার চোখে জল দেখতে একেবারেই পছন্দ করেন না দর্শক। এই অল্প বয়সেই তাঁর নিখুঁত অভিনয় দেখে তাঁকে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য দুহাত ভরে আশীর্বাদ করেন দর্শকরা। তবে শুধু অভিনয় নয় এছাড়াও ছোট্ট মিশিতার রয়েছে আরও এক বিশেষ প্রতিভা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দৌলতেই প্রকাশ্যে এসেছে মিশিতার আরও এক সুপ্ত প্রতিভা। ইনস্টাগ্রামে মিশিতার নামে একটি অ্যাকাউন্ট রয়েছে। সম্ভবত সেই অ্যাকাউন্টটি মিশিতার মা হ্যান্ডেল করেন। সেখানেই মিশিতার বাঁশি বাজানোর একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘একটু চেষ্টা করেছে।’

আরও পড়ুনঃ কুটনি শ্বাশুড়ীকে জব্বর টাইট! শিমুলকে নাক খত দেওয়ার শাস্তি দিল নির্বোধ পরাগ

ছোট্ট সোনার এই বাঁশি বাজানোর ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। শুভেচ্ছা জানিয়েছেন সোনার অনস্ক্রিন দিদিভাই লাবণ্য সেনগুপ্ত চরিত্রের অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। পাশাপাশি এই বয়স থেকে মডেলিংয়েও বেশ নাম ডাক রয়েছে এই ছোট্ট মিশিতার।

আরও পড়ুনঃ মিশকার মুখে ঝামা, দীপাকে আবার সবার সামনে স্ত্রীয়ের মর্যাদা দিল সূর্য! ফাঁস আগাম পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশিতা রায় চৌধুরী,Misheeta Ray Chowdhury,সোনা,Sona,অভিনয়,Acting,বাঁশি,Banshi,ভাইরাল ভিডিও,Viral Video

ইতিমধ্যেই মডেলিং করে বেশ কিছু পুরস্কারও এসেছে তার ঝুলিতে। তবে সিরিয়ালে তার গায়ের রং কালো হলেও বাস্তবে কিন্তু সে টুকটুকে ফর্সা। আসলে মেকআপ করেই সিরিয়ালে তার গায়ের রং কালো দেখানো হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥