• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সলমন থেকে দীপিকা, বিলাসবহুল ফার্মহাউসের মালিক এই ৬ বলি তারকা, দাম শুনলে আঁতকে উঠবে আমজনতা

Published on:

Salman Khan to Deepika Padukone Bollywood stars who have luxurious farmhouse

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির তারকা মানেই তিনি হবেন কোটি টাকার মালিক। একাধিক বাড়ি-গাড়ি থাকবে তাঁর, এমনটাই স্বাভাবিক। তবে শুধু বাড়ি নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা (Bollywood Stars) রয়েছেন যাদের নিজস্ব ফার্মহাউসও (Farmhouse) রয়েছে। কোটি টাকা খরচ করে এই সাধের খামারবাড়ি তৈরি করেছেন তাঁরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৬ বলিউড তারকার নাম।

সলমন খান (Salman Khan)- বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ধনী অভিনেতা হলেন সলমন। গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। অনেকেই জানেন না, ভাইজানের পানভেলে বিরাট একটি ফার্মহাউস রয়েছে। কাজের থেকে একটু ছুটি পেলেই সেখানে সময় কাটাতে চলে যান তিনি। লকডাউনের সময়ও সেখানে ছিলেন তিনি।

সুনীল শেট্টি (Suniel Shetty)- বলিউডের ‘আন্না’ সুনীলেরও নিজস্ব ফার্ম হাউস আছে। খান্ডালায় অবস্থিত এই খামারবাড়ি নাম হল ‘জাহান’। সুনীল-কন্যা আথিয়ার বিয়েও সেখান থেকেই হয়েছিল। মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে সেখানে সময় কাটাতে চলে যান বলিউড অভিনেতা।

আরও পড়ুনঃ বিদ্যুতের বিল দিয়ে কেনা যাবে আস্ত ফ্ল্যাট! এই ১০ তারকার মাসিক ইলেকট্রিক বিল শুনলে আঁতকে উঠবে আমজনতা

Suniel Shetty Khandala house, Suniel Shetty farmhouse

আরও পড়ুনঃ অভিনয় না করেই কোটিপতি! কত মাইনে পান শাহরুখ খানের ম্যানেজার? জানলে মাথা ঘুরে যাবে

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন (Ranveer Singh Deepika Padukone)- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’ রণবীর-দীপিকাও শখ করে নিজের ফার্মহাউস কিনেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় ২২ কোটি টাকা খরচ করে আলিবাগে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন মিস্টার অ্যান্ড মিসেস সিং।

Ranveer Singh and Deepika Padukone enter their new home with a Griha Pravesh Puja, Ranveer Singh Deepika Padukone farmhouse

নানা পাটেকর (Nana Patekar)- দীর্ঘ সময় লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকার পর বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে কামব্যাক করছেন নানা পাটেকর। পরিচালকের আগামী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’এ দেখা যাবে তাঁকে। শোনা যায়, গত কয়েক বছর ধরে নিজের ফার্ম হাউসে থাকেন নানা। শহরের কোলাহল থেকে দূরে সেখানে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন জনপ্রিয় এই অভিনেতা।

Nana Patekar, Nana Patekar farmhouse

অনুষ্কা শর্মা (Anushka Sharma)- বলি সুন্দরী অনুষ্কা এবং তাঁর স্বামী তথা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট সমুদ্র ভীষণ ভালোবাসেন। সেই জন্য আলিবাগে সমুদ্রের একেবারে কাছে একটি বিলাসবহুল ফার্ম হাউস কিনেছেন তাঁরা।

Virat Kohli and Anushka Sharma, Virat Kohli and Anushka Sharma farmhouse

লকডাউনের সময় এই ফার্ম হাউসেই অনেকদিন ছিলেন বিরাট-অনুষ্কা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮ একর জমি নিয়ে তৈরি এই খামারবাড়ির দাম প্রায় ২০ কোটি টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥