• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ দিনেই শেষ, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘টাইগার ৩’! ঘরে তুলল কত কোটি? রইল রিপোর্ট

ব্যাক টু ব্যাক ফ্লপের ধাক্কা কাটিয়ে ‘টাইগার ৩’র (Tiger 3) হাত ধরে ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন সলমন খান (Salman Khan)। দীপাবলির আবহে বিশ্বব্যাপী রিলিজ করেছে এই ছবি। এখনও পর্যন্ত মোটের ওপর ভালোর ব্যবসা করলেও, শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’কে টেক্কা দিতে পারলো না এই সিনেমা। বরং রিলিজের চতুর্থ দিনে একলাফে ৫০% কমে গেল ‘টাইগার ৩’র আয় (Box Office Collection)

রবিবার ভারতের বক্স অফিসে প্রায় ৪৪.৫ কোটি টাকার ব্যবসা করেছিল সলমনের সিনেমা। দ্বিতীয়দিনে একলাফে অনেকটা বেড়েছিল সেই অঙ্ক। দেশজুড়ে প্রায় ৫৭.৬২ কোটি টাকা কামিয়েছিল সলমন-ক্যাটরিনার ছবি। দু’দিনের মধ্যে ১০০ কোটির গণ্ডি টপকে গেলেও তৃতীয় দিন থেকে কমতে থাকে ‘টাইগার ৩’র আয়ের পরিমাণ।

   

Tiger 3 box office collection

রিলিজের তিন নম্বর দিনে ৪৩.৫০ কোটি টাকার ব্যবসা করে ভাইজানের সিনেমা। ভাইফোঁটার দিন সেই অঙ্কটা আরও বাড়বে বলে অনুমান করেছিলেন প্রত্যেকে। তবে তেমনটা হল না। বরং একলাফে ৫০% আয় কমে যায় ‘টাইগার ৩’র। চার নম্বর দিনে এই ছবি মাত্র ২০ কোটির আশেপাশে ব্যবসা করেছে বলে খবর।

আরও পড়ুনঃ ‘বাঘা যতীন’র পর মহানায়ক, সত্যজিৎ রায়ের ছবির রিমেকে উত্তম কুমার হচ্ছেন দেব!

যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) তরফ থেকে জানানো হয়েছে, রিলিজের তিন দিনের মাথায় গ্লোবাল বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে ‘টাইগার ৩’। প্রথম তিন দিনের ব্যবসার নিরিখে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির বাকি ছবিগুলির থেকে অনেকটা এগিয়ে রয়েছে এই সিনেমা। তবে যশ রাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের অপর ছবি ‘পাঠান’র (Pathaan) থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সলমনের ছবি।

আরও পড়ুনঃ ভিকিকে সহ্য হচ্ছে না, ‘স্বার্থপর’ তকমা দিয়ে ‘বিগ বস’র ঘরেই বিচ্ছেদের মুখে অঙ্কিতা লোখান্ডে!

Tiger 3 box office collection

রিলিজের তিনদিনের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৩১৩ কোটি টাকা আয় করেছিল শাহরুখের ‘পাঠান’। ‘টাইগার ৩’ সেখানে কামিয়েছে ২৪০ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৭৩ কোটি টাকা কম আয় করেছে ভাইজানের সিনেমা। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এভাবে চলতে থাকলে ‘পাঠান’র ১১০০ কোটির গণ্ডি টপকাতে পারবে না ‘টাইগার ৩’। এবার দেখা যাক, শেষ অবধি কী হয়।

site