• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভিকিকে সহ্য হচ্ছে না, ‘স্বার্থপর’ তকমা দিয়ে ‘বিগ বস’র ঘরেই বিচ্ছেদের মুখে অঙ্কিতা লোখান্ডে!

Published on:

Ankita Lokhande and Vicky Jain fights in Bigg Boss house, অঙ্কিতা লোখান্ডে ভিকি জৈন

‘বিগ বস’র (Bigg Boss) ঘরে জুটি হিসেবে এন্ট্রি নিয়েছেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং ভিকি জৈন (Vicky Jain)। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ব্রেক আপের পর পুরনো বন্ধু ভিকির মধ্যে নিজের মনের মানুষকে খুঁজে পান ‘পবিত্র রিশ্তা’ (Pavitra Rishta) অভিনেত্রী। ২০২১ সালে ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তবে ‘বিগ বস’র ঘরে প্রবেশ করার পর থেকেই টালমাটাল তাঁদের বৈবাহিক জীবন।

সলমনের শোয়ে প্রবেশ করার পর থেকেই মত পার্থক্য দেখা দিচ্ছে ভিকি-অঙ্কিতার মধ্যে। সম্প্রতি সেটাই চরমে উঠল। সর্বসমক্ষে স্বামীকে ‘স্বার্থপর’, ‘বোকা’ তকমা দিতে দেখা যায় সুশান্তের প্রাক্তন প্রেমিকাকে। শুধু তাই নয়, অঙ্কিতা এও বলেন, ভিকির সঙ্গে থেকে তাঁর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই তিনি ভুলে যেতে চান তাঁরা বিবাহিত। এবার থেকে দু’জনের পথ আলাদা।

Ankita Lokhande and Vicky Jain in Bigg Boss

‘বিগ বস’র ঘরে আসার পর থেকে অঙ্কিতা টেক্কা দিয়ে নজর কেড়েছেন ভিকি। ব্যবসায়ী বুদ্ধি ব্যবহার করে প্রত্যেকদিন কোনও না কোনও চমক দিচ্ছেন ‘ভিকি ভাইয়া’। অপরদিকে ততটাই একা হয়ে পড়ছেন অঙ্কিতা। সব মিলিয়ে স্বামীর ওপর বেশ ক্ষুব্ধ হয়ে পড়েছেন ‘পবিত্র রিশ্তা’ অভিনেত্রী। তাঁদের দেখে অনেকে এও বলছেন, বিয়ে করে মোটেই সুখী নন দু’জনে।

আরও পড়ুনঃ তারকা হয়েও অতিসাধারণ, খালি পায়ে পাড়ার পুজোয় অরিজিৎ, ভিডিও ভাইরাল হতেই ভালোবাসায় মুড়লো নেটপাড়া

সলমনের শোয়ে কোনও সিদ্ধান্তে একমত হচ্ছে না ভিকি-অঙ্কিতা। ঝগড়া-অশান্তি লেগেই রয়েছে তাঁদের। রোজ দিনের শেষে ঝামেলা মিটে গেলেও এবার ভেঙে গিয়েছে অভিনেত্রীর ধৈর্যের বাঁধ। দীপাবলির শেষেই অশান্তি শুরু হয় দু’জনের।

আরও পড়ুনঃ একসাথে প্রসেনজিৎ, দেব ও জিৎ! টলিউডের বক্স অফিস কাঁপাতে কবে আসছে ছবি? সুখবর দিলেন জিৎ

Ankita Lokhande and Vicky Jain in Bigg Boss

সম্প্রতি ঘর বদলেছে ভিকি-অঙ্কিতার। এতদিন একসঙ্গে ‘মন’র ঘরে থাকলেও গতকাল ‘বুদ্ধি’র ঘরে ট্রান্সফার হয়ে গিয়েছে ভিকির। স্বামী চলে যাচ্ছে শুনে অঙ্কিতা কেঁদে ফেললেও প্রাণ খুলে হাসতে দেখা যায় ভিকিকে। আর সেটা জানতে পারার পরেই মেজাজ হারান অভিনেত্রী।

রাগে ফুঁসতে ফুঁসতে ‘পবিত্র রিশ্তা’ নায়িকা বলেন, ‘বেরিয়ে যাও এখান থেকে। স্বার্থপর বোকা মানুষ একটা। আমায় ব্যবহার করেছো তুমি। আমি ভুলে যেতে চাই যে আমরা বিবাহিত। এবার থেকে আমাদের পথ আলাদা’। শুধু তাই নয়, অঙ্কিতা এও বলেন, শুরু থেকেই এমন ছিলেন ভিকি। তিনিই চিনতে ভুল করেছিলেন। প্রবল অশান্তি শেষে রাতে মিটমাট হয়ে গেলেও অনেকের অনুমান, খুব বেশিদিন ভিকির সঙ্গে সংসার করতে পারবেন না অঙ্কিতা। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয় তাঁদের সম্পর্কের পরিণতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥