• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গদর ২’ ব্লকবাস্টার হলেও পথে বসবেন সানি দেওল! ঋণের দায়ে নিলামে উঠল অভিনেতার বাড়ি

Published on:

Gadar 2 actor Sunny Deol bungalow Sunny Villa is going for auction by bank

বক্স অফিসে (Box Office) এখন একটা সিনেমাই রাজত্ব করছে, আর সেই ছবি হল ‘গদর ২’ (Gadar 2)সানি দেওল (Sunny Deol) অভিনীত এই সিনেমা ইতিমধ্যেই প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সেই সঙ্গেই গড়েছে একাধিক রেকর্ড। কেরিয়ারের নিরিখে সানি এই মুহূর্তে খুব ভালো জায়গায় থাকলেও, ব্যক্তিগত জীবনে বিরাট ধাক্কার সম্মুখীন হলেন তিনি। সম্প্রতি নিজের বাংলো (Bungalow) বিক্রির নোটিশ পেয়েছেন অভিনেতা। ঋণ শোধ না করতে পাড়ায় এবার তাঁকে এই নোটিশ পাটিয়েছে ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষ।

দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘গদর ২’। অনিল শর্মা পরিচালিত এই সিনেমা রিলিজের ৮ দিনের মধ্যে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। শীঘ্রই ৪০০ কোটির গণ্ডি টপকে যাবে এই ছবি। তারা সিং এবং সাকিনার প্রেম কাহিনী দেখতে সিনেমাহলে উপচে পড়ছে দর্শকদের ভিড়। এসবের মাঝেই বাড়ি (Sunny Villa) নিয়ে সমস্যার মুখে পড়লেন সানি।

Sunny Deol, Sunny Deol house, Sunny Deol house auction

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদনে সানিকে পাঠানো ব্যাঙ্কের নোটিশের ছবি তুলে ধরা হয়। সেখানে দেখা যাচ্ছে, প্রায় ৫৬ কোটি টাকার ঋণ ফেরত না দিতে পাড়ায় আগামী ২৫ সেপ্টেম্বর অভিনেতার বাড়ি ‘সানি ভিলা’ নিলামে (Auction) তোলা হবে। পাশাপাশি সেই নোটিশে গ্যারান্টার হিসেবে ধর্মেন্দ্রর নামও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা

আশির দশকের শেষের দিকে সানি দেওল এই বাংলো কিনেছিলেন। সেখান থেকে মূলত নিজের প্রযোজনা সংস্থার কাজকর্ম করতেন তিনি। ‘সানি ভিলা’র ভেতরে একটি দফতর, থিয়েটার এবং পোস্ট প্রোডাকশনের কাজের জন্য বেশ কয়েকটি ঘর রয়েছে। ঋণ শোধ করতে না পারায় সানির সেই সাধের বাংলোই এবার নিলামে উঠতে চলেছে।

আরও পড়ুনঃ জেলে শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল! অতীতের কষ্টের কথা শেয়ার করলেন ‘ভাইজান’ সালমান

Sunny Deol, Sunny Deol house, Sunny Deol house auction

জানা গিয়েছে, সানি নিজের পরিচালিত সিনেমা ‘ঘায়েলঃ ওয়ানস এগেইন’র জন্য ‘সানি ভিলা’ বন্ধক রেখেছিলেন। গ্যারান্টার হিসেবে সই করেছিলেন অভিনেতার বাবা তথা সুপারস্টার ধর্মেন্দ্র। কিন্তু সময় মতো ঋণ শোধ করতে ব্যর্থ হন সানি। তাই এবার তাঁর বাড়ি নিলাম করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সম্পূর্ণ নিলাম প্রক্রিয়া অনলাইনে হবে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে ১ মাস মতো লেগে যাবে। সংবাদমাধ্যমে এই নিয়ে বিস্তর চর্চা চললেও সানি কিংবা ধর্মেন্দ্র কেউই এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥