• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের দেখাদেখি ভোলবদল! ন্যাড়া মাথা সালমানকে দেখে চমকে উঠলেন ভক্তরা

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) কেরিয়ারের আইকনিক একটি ছবি হল ‘তেরে নাম’ (Tere Naam)। সতীশ কৌশিক পরিচালিত এই সিনেমায় ভাইজানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল তেরো থেকে তিরাশি। সেই সঙ্গেই চল শুরু হয়েছিল ‘তেরে নাম’ হেয়ার স্টাইলের। দেখতে দেখতে প্রায় ২০ বছর হয়ে গেল এই ছবিটি রিলিজ করেছে। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল ‘তেরে নাম ২’ (Tere Naam 2)

সাম্প্রতিক অতীতে সলমনের একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ভাইজানের শেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ও খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। সুদিন ফেরাতে তাই নাকি ‘তেরে নাম ২’ নিয়ে আসছেন অভিনেতা। সম্প্রতি সলমনের ন্যাড়া মাথার (Bald Look) ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা।

   

Salman Khan, Salman Khan Tere Naam 2

গত শনিবার সলমনকে মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। কালো শার্ট, কালো প্যান্টে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল অভিনেতাকে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নজর কেড়েছে তা হল তাঁর ন্যাড়া মাথা। আর সেই লুকের ছবি ভাইরাল হওয়া মাত্রই ‘তেরে নাম ২’র জল্পনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুনঃ জেলে শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল! অতীতের কষ্টের কথা শেয়ার করলেন ‘ভাইজান’ সালমান

Salman Khan bald look, Salman Khan Tere Naam 2

সলমনের ন্যাড়া মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তেরে নাম ২-র চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে’। দ্বিতীয় জনের আবার বক্তব্য, ‘শীঘ্রই আসছে তেরে নাম ২’। সোশ্যাল মিডিয়ায় হাজার জল্পনা-কল্পনা চললেও ভাইজান নিজে কিন্তু এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে সলমনের খুব ঘনিষ্ঠ এক সূত্র জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘এটা ওঁর নতুন লুক। এর পিছনে কোনও কারণ নেই। এখন কিছু সময় কোনও শ্যুটিংয়ের কাজ নেই, সেই জন্যই এই লুক রেখেছে’। প্রসঙ্গত, বেশ কয়েকমাস বড়পর্দা থেকে দূরে থাকার পর ‘টাইগার ৩’র হাত ধরে কামব্যাক করবেন সলমন। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে মেগা বাজেট সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’।