• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ বছর পর আসছে ‘বজরাঙ্গি ভাইজান ২’, ছোট্ট মুন্নি থেকে ছবির নামে ব্যাপক বদল, রইল সমস্ত আপডেট

২০১৫ সালে মুক্তি পেয়েছে ‘বজরঙ্গী ভাইজান’ (Bajrangi Bhaijaan)। বক্স অফিসে দারুণ হিট হয়েছিল ছবিটি। দেখতে দেখতে কবীর খান পরিচালিত এই ছবির ৭ বছর হয়ে গিয়েছে। তবে এবার এই ছবির ভক্তদের জন্য সুখবর রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এবার আসতে চলেছে ‘বজরঙ্গী ভাইজান ২’ (Bajrangi Bhaijaan 2)। তবে বদলে যাবে ছবির নাম। সম্প্রতি ছবি নিয়ে একাধিক খুঁটিনাটি তথ্য ফাঁস করেছেন ছবির লেখক।

‘বজরঙ্গী ভাইজান’এর গল্প লিখেছিলেন ‘বাহুবলী’র লেখক কেবি বিজয়েন্দ্র প্রসাদ (Vijayendra Prasad)। সম্প্রতি উনিই ছবির সিক্যুয়েলের সংবাদে শিলমোহর দিয়েছেন। একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় তিনি জানিয়েছেন, ৭ বছর পর আসতে চলেছে ‘বজরঙ্গী ভাইজান ২’।

   

Bajrangi bhaijaan

বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছে, ব্লকবাস্টার এই ছবির সিক্যুয়েল লক হয়ে গিয়েছে। সলমন খানকে ছবির গল্প শোনানো হয়েছে। ওনার কাহিনী বেশ পছন্দ হয়েছে। এবার উনি শ্যুটিংয়ের তারিখ বললেই শুরু হয়ে যাবে কাজ। উনি এও জানিয়েছেন, ‘বজরঙ্গী ভাইজান’এর গল্পকেই এগিয়ে নিয়ে যাবে সেই ছবির সিক্যুয়েল।

‘বজরঙ্গী ভাইজান’ ফিরলেও, অবশ্য ছবির নাম বদলে যাবে। ছবির লেখক জানিয়েছেন, নতুন ছবির নাম হবে, ‘পবন পুত্র ভাইজান’ (Pavan Putra Bhaijaan)। সঙ্গে এই জানিয়েছেন, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন ছবিটি। তবে এরপর ছবিতে ৮-১০ বছরের পরের গল্প দেখানো হবে।

Bajrangi Bhaijaan

তবে শোনা যাচ্ছে, ‘বজরঙ্গী ভাইজান’এর সিক্যুয়েল আসলেও, সেই ছবির কাস্টিংয়ে বেশ চমক থাকতে চলেছে। আগের ছবির মতোই এই ছবিতেও বজরঙ্গীর চরিত্রে সলমনকে দেখা গেলেও, মুন্নির চরিত্রে হর্ষালি মলহোত্রাকে দেখা যাবে কিনা তা জানা যায়নি। শুধু তাই নয়, বজরঙ্গীর প্রেমিকার চরিত্রে অভিনয় করা করিনা কাপুর খানের কাস্টিং নিয়েও সাসপেন্স তৈরি করা হয়েছে।

‘বজরঙ্গী’ সলমনের হাতে থাকা প্রোজেক্টের নিরিখে যদি বলা হয়, তাহলে এখন অভিনেতা ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবির শ্যুটিং করছেন। এছাড়াও ওনার হাতে ‘টাইগার ৩’, ‘নো এন্ট্রি ২’ এবং ‘দাবাং ৪’ আছে। এত ছবির মাঝে উনি ‘পবন পুত্র ভাইজান’এর শ্যুটিং কবে শুরু করবেন, আপাতত সেটা জানার জন্যই অপেক্ষা করছেন ভক্তরা।