প্রথা ভেঙে এবছর ঈদের বদলে দীপাবলিতে রিলিজ হয়েছে সালমান খান অভিনীত টাইগার থ্রী। ১২ই নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকেই খবরের শিরোনামে সালমান খানের ছবি। বলিউডের ভাইজানের ছবি আর রেকর্ড ভাঙবে না তা কি আর হয়! এবারেও বক্স অফিসে মোটা টাকা যায় করে ওপেনিং ডে এর দিনেই রেকর্ড করেছেন সালমান খান।
ইতিমধ্যেই ১০০ কোটি পেরিয়েছে ছবির আয়। রবিবার রিলিজের প্রথম দিনেই ৪৪.৫ কোটি টাকা উঠেছিল। এরপর সোমবার ৫৭.৫২ কোটি টাকা আয় হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবিতে বক্স অফিসের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন সালমান খান। আজ আপনাদের জন্য রইল সালমান খানের মোট ১৭০০ কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করা ৭টি ছবির তালিকা।
Best of Salman Khan Movies which Made History in Box Office :
এক থা টাইগার (Ek Tha Tiger) : টাইগার সিরিজের প্রথম সিনেমা ‘এক থা টাইগার’। যেখানে সালমান খানের বিপরীতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। ৭৫ কোটি টাকা বাজেটে তৈরী ছবিটি শুধুমাত্র ইন্ডিয়ান বক্স অফিসে ১১৮ কোটি টাকা তুলেছিল। এছাড়াও ওয়ার্ল্ড বক্স অফিসে ৩২৮ কোটি টাকার আয় করে।
আরও পড়ুনঃ বলি নায়িকাদের থেকেও বেশি সুন্দরী! দ্য গ্রেট খালির মেয়েকে দেখেছেন? রইল ভাইরাল ছবি
প্রেম রতন ধন পায়ো (Prem Ratan Dhan Payo) : অনিল কাপুর কন্যা সোনাম কাপুরের সাথে ২০১৫ সালে সালমান খানকে দেখা গিয়েছিল প্রেম রতন ধন পায়ো ছবিতে। ছবিটি মোট ৪৩২ কোটি টাকা আয় করেছিল বিশ্বব্যাপ। যার যার মধ্যে ২১০ কোটি উঠেছিল শুধুমাত্র বলিউড থেকেই।
ভারত (Bharat) : সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটির আরও একটি সুপারহিট সিনেমা হল ভারত। ১০০ কোটির বাজেটে তৈরী ছবিটি ১১৮ কোটি টাকা তুলেছিল বলিউড থেকে। এছাড়াও ওয়ার্ল্ড বক্স অফিসে ৩২৮ কোটি টাকা উঠেছিল সিনেমাটির।
কিক (Kick) : বলিউডের সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এর সাথে ২০১৪ সালে কিক ছবিতে দেখা গিয়েছিল ভাইজান সালমান খানকে। কমেডি অ্যাকশন এর ভরপুর ছবিটি ২৩২ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। আর বিশ্বব্যাপী মোট ৮০২ কোটি টাকা আয় হয়েছিল।
বাজরাঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) : ছোট্ট এক মেয়ে ভারতে এসে হারিয়ে যাওয়া আর তাকে নিজের দেশ পাকিস্তানে ফেরানোর কাহিনী বাজরাঙ্গি ভাইজান। ২০১৫ সালে সালমান খান ও কারিনা কাপুর অভিনীত এই ছবি রিলিজ হওয়ার পর শুধুমাত্র ভারতেই ৩২০ কোটি টাকা আয় করে। আর মাত্র ৯০ কোটি টাকায় তৈরী ছবিটি গোটা বিশ্বে বক্স অফিস কালেকশন ছিল ৯৬৯ কোটি টাকা।
সুলতান (Sultaan) : সালমান খান অভিনীত ছবির মধ্যে অন্যতম ব্লকবাস্টার সুলতান। বক্সিং চাম্পিয়ানের প্রেমকাহিনী নিয়ে তৈরী এই ছবিতে অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল ভাইজানের বিপরীতে। ভারতে ৩০০ কোটি ও ওয়ার্ল্ড বক্স অফিসে মোট ৬০২ কোটি টাকা আয় করেছিল ছবিটি।
টাইগার জিন্দা হে (Tiger Zinda Hai) : টাইগার সিরিজের দ্বিতীয় ছবি টাইগার জিন্দা হে। এই ছবিতেও ক্যাটরিনার সাথে জুটি বেঁধেছিলেন সালমান খান। ২০১৭ সালে মুক্তি পাওয়ার পর ভারতে ৩৩৯ কোটি টাকা ও বিশ্বব্যাপী মোট ৫৬২ কোটি টাকা আয় করেছিল টাইগার জিন্দা হে।