• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথায় রাগ উঠতেই বেসামাল, শাহরুখ খানকে গুলি করেছিলেন সালমান খান! কারণ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

Updated on:

Salman Khan once Shot Shahrukh Khan during shooting of a movie

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির দুই নামকরা সুপারস্টার হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। প্রায় একই সময় কেরিয়ার শুরু করেছিলেন দু’জনে। শোনা যায়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন খানের মধ্যে শাহরুখ এবং সলমনের সম্পর্কই সবচেয়ে ভালো। মাঝখানে একটা সময় দু’জনে শত্রুতার খবর শোনা গেলেও, এখন ফের বন্ধু হয়ে গিয়েছেন দু’জনে। তবে আপনি কি জানেন, একবার রাগের মাথায় শাহরুখকে গুলি করে দিয়েছিলেন ভাইজান?

সেদিনের ঘটনা জানতে হলে কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ১৯৯৫ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিলেন ব্লকবাস্টার ‘করণ অর্জুন’ (Karan Arjun)। রাকেশ রোশন পরিচালিত এই সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ এবং সলমনকে। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার।

When Salman Khan shot Shah Rukh Khan during Karan Arjun shooting

শাহরুখ এবং সলমন দু’জনেই সেই সময় বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। ‘করণ অর্জুন’র শ্যুটিংয়ের চলাকালীন সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দু’জনে। এরপর রাগের মাথায় ‘কিং খান’কে লক্ষ্য করে গুলি করেন সলমন। মাটিতে লুটিয়ে পড়েছিলেন শাহরুখ। সম্পূর্ণ ঘটনায় বেশ ঘাবড়ে গিয়েছিলেন ‘করণ অর্জুন’ সেটের প্রত্যেকে। তবে সবটাই আগে থেকে প্ল্যান করা ছিল সলমনের।

আরও পড়ুনঃ ক্লাস নাইনে প্রেগন্যান্ট থেকে MMS লিক! রইল করিনা কাপুর খানের কেচ্ছাময় জীবনের ৭ অজানা কাহিনী

আসলে অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় অভিনেতাদের কাছে বেশ কিছু খালি বন্দুক দেওয়া হয়। এরকমই একটি বন্দুক অ্যাকশন ডিরেক্টরের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন সলমন। সেই সময় একটি পার্টির দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। সেই ভিড়ের মধ্যে সলমন গিয়ে শাহরুখকে বলেন, ‘আমি তোকে নাচতে ডাকবো, তুই বারণ করবি। এরপর আমাদের মধ্যে একটু হাতাহাতি হবে। এই খালি বন্দুক থেকে তারপর আমি তোকে গুলি করবো, আর তুই মাটিতে লুটিয়ে পড়বি’।

আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

When Salman Khan shot Shah Rukh Khan during Karan Arjun shooting

শাহরুখ যদিও তখন সলমনকে বলেছিলেন, তিনি প্রচণ্ড ক্লান্ত। এরম কোনও নাটক করার ইচ্ছা তাঁর নেই। ঘটনাচক্রে সেদিন আবার শ্যুটিং দেখতে এসেছিলেন সলমনের ভাই সোহেল। দুই ভাই মিলে শাহরুখের হাত ধরে টানাটানি শুরু করেন। তারপর ঠেলাঠেলি থেকে তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপর পরিকল্পনা মাফিক বন্দুক বের করে শাহরুখকে গুলি করে সলমন। মাটিতে লুটিয়ে পড়েন বাদশা।

সম্পূর্ণ ঘটনার জেরে বাকরুদ্ধ হয়ে পড়েন সেটে উপস্থিত প্রত্যেকে। রাকেশ রোশনের নাকি তখন হাত পর্যন্ত কাঁপছিল। ১০ মিনিট রক্তচক্ষু হয়ে দাঁড়িয়ে থাকার পর সলমন বলেন, ‘শাহরুখ ওঠ’। কিন্তু ‘কিং খান’র তরফ থেকে কোনও উত্তর আসে না। খানিক ঘাবড়ে গিয়ে বন্দুকে সত্যি গুলি আছে কিনা তা দেখতে শুরু করেন সলমন। এরপর আচমকাই নাচ ডাকতে শুরু করেন শাহরুখ। তা দেখে আরও দু-তিনটে গুলি করেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘করণ অর্জুন’র স্মৃতিচারণা করে এই ঘটনা শেয়ার করেন ভাইজান নিজেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥