• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলি নায়িকাদের থেকেও বেশি সুন্দরী! দ্য গ্রেট খালির মেয়েকে দেখেছেন? রইল ভাইরাল ছবি

বিশ্ববিখ্যাত কুস্তিগীর দলীপ সিং রানা (Dalip Singh Rana) ওরফে ‘দ্য গ্রেট খালি’কে (The Great Khali) কে না চেনে! WWE খ্যাত এই কুস্তিগীরের জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। কঠোর সংগ্রাম এবং নিজের প্রতিভার মাধ্যমে আজ এই খ্যাতি, সাফল্য অর্জন করেছেন তিনি। আজকের প্রতিবেদনে ভারতের গর্ব ‘দ্য গ্রেট খালি’র কন্যার (The Great Khali Daughter) বিষয়ে নানান অজানা কাহিনী তুলে ধরব।

দলীপ তথা ‘দ্য গ্রেট খালি’ এমন একজন ব্যক্তিত্ব যিনি একসময় প্রবল অর্থকষ্টে দিন কাটিয়েছেন। এই অভাবের জন্য বন্ধ করতে হয়েছিল তাঁর পড়াশোনা। স্কুলের ফি দিতে পারতেন না দলীপ, যে কারণে প্রায়ই শিক্ষকদের থেকে অনেক কটু কথা শুনতে হতো তাঁকে। এরপরই তিনি সিদ্ধান্ত নেন পড়াশোনা ছেড়ে কাজ খুঁজবেন, পরিবারের পাশে দাঁড়াবেন।

   

The Great Khali

একসময় ৫ টাকার বিনিময়ে শ্রমিকের কাজ করা দলীপের ভাগ্য বদলে যায় ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতার পর। এরপর আস্তে আস্তে সাফল্য আসতে থাকে তাঁর জীবনে। WWE-তে অংশগ্রহণ করার পর আর পিছন ফিরে দেখতে হয়নি ‘দ্য গ্রেট খালি’কে। দলীপের বিষয়ে এই তথ্যগুলি অনেকে জানলেও তাঁর ব্যক্তিগত জীবন কিন্তু এত বছর পর্দার আড়ালেই থেকেছে। তাঁর স্ত্রী, কন্যার বিষয়ে অনেকেই জানেন না।

আরও পড়ুনঃ রূপে গুণে টেক্কা দিতে পারেন টলি নায়িকাদের! প্রসেনজিৎ কন্যা প্রেরণাকে চেনেন? দেখুন ছবি

The Great Khali Daughter Avleen Rana Wiki Bio Viral Photos

আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

ভারতের এই নামী কুস্তিগীরের স্ত্রীয়ের নাম হল হরমিন্দর কউর (Harminder Kaur)। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ‘দ্য গ্রেট খালি’। শোনা যায়, বাড়ির থেকে দেখাশোনা করে তাঁদের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের পর দলীপের ভাগ্য আরও উজ্জ্বল হয়ে যায়। WWE-র মঞ্চে গগনচুম্বী সাফল্য পান তিনি।

The Great Khali, The Great Khali daughter, Avleen Rana

দলীপ এবং হরমিন্দরের বিয়ের প্রায় ১২ বছর পর, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের ঘর আলো করে জন্ম নেয় তাঁদের কন্যা অবলীন রানা (Avleen Rana)। মেয়ের জন্মের পর থেকে সম্পূর্ণ বদলে যায় তাঁদের জীবন। WWE-র মঞ্চে একাধিক কুস্তিগীরকে পরাজিত করা দলীপ মেয়ে অন্ত প্রাণ। বাইরে যতই তাঁর ‘রাফ অ্যান্ড টাফ’ ইমেজ থাকুক না কেন, মেয়ের সঙ্গে থাকলে একেবারে শিশুর মতো হয়ে যান তিনি।

The Great Khali Daughter Avleen Rana Wiki Bio Viral Photos

‘দ্য গ্রেট খালি’র সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই মেয়ে অবলীনের সঙ্গে নানান মুহূর্তের ছবি, ভিডিও দেখা যায়। কখনও মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় এই তারকাকে, কখনও আবার রুটি করতে। দৈত্যকায় কুস্তিগীর ‘দ্য গ্রেট খালি’র এবং তাঁর ফুটফুটে পরীর মতো মেয়ের মিষ্টি রসায়ন দেখতে দারুণ পছন্দ করেন নেটিজেনরা।