• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টপার হয়েও শান্তি নেই! ‘তোমাদের রানী’র জন্য স্লটহারা ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক

Updated on:

Star Jalsha,Bengali serial,Tomader Rani,Slot,Slot announcement,Serial,TV serial,Television,Ramprasad,Guddi,Entertainment,Entertainment news,Bangla khobor,স্টার জলসা,বাংলা সিরিয়াল,তোমাদের রানী,স্লট,স্লট ঘোষণা,সিরিয়াল,টিভি সিরিয়াল,টেলিভিশন,রামপ্রসাদ,গুড্ডি,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Tomader Rani slot,Tomader Rani slot announcement,তোমাদের রানী স্লট,তোমাদের রানীর স্লট ঘোষণা

Tomader Rani Time Slot Announced : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘তোমাদের রানী’র (Tomader Rani) স্লট ঘোষণা করলো স্টার জলসা (Star Jalsha)। গর্ভবতী মায়ের সংগ্রামের কাহিনী নিয়ে তৈরি এই সিরিয়াল (Bengali Serial) কোন স্লটে আসবে তা নিয়ে বহুদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল চ্যানেল কর্তৃপক্ষ। নতুন এই ধারাবাহিককে স্থান করে দিতে শেষ হয়ে যাচ্ছে একটি পুরনো সিরিয়াল, সেই সঙ্গেই স্লটহারা হচ্ছে একটি ধারাবাহিক। স্বাভাবিকভাবেই তাই ‘তোমাদের রানী’ শুরুর দিনক্ষণ (Slot Announcement) ঘোষণা হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘তোমাদের রানী’র প্রোমোয় (Promo) দেখা গিয়েছিল, সন্তানসম্ভবা রানী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণের জন্য গর্ভবতী অবস্থাতেই মেডিক্যাল পরীক্ষায় বসে সে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, রানী উত্তীর্ণ হয়েছে। প্রোমো দেখার পর ‘তোমাদের রানী’র কনসেপ্ট বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সিরিয়াল কবে থেকে শুরু হবে তা জানার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।

Star Jalsha upcoming Bengali serial Tomader Rani casting

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘তোমাদের রানী’র স্লট (Slot) ঘোষণা করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক। সন্ধ্যা ৬টার সময় দেখা যাবে এই সিরিয়াল। অর্থাৎ স্লট টপার হওয়া সত্ত্বেও কোপ পড়ল সব্যসাচী চৌধুরী, পায়েল দে অভিনীত ‘রামপ্রসাদ’র (Ramprasad) ওপর।

আরও পড়ুনঃ ১০ বছর এগিয়ে গেল গল্প, বড় হয়ে গেল সোনা-রূপা! ‘অনুরাগের ছোঁয়া’র কাস্টিংয়ে থাকছে বিরাট চমক

Ramprasad and Guddi, Tomader Rani slot announcement

স্বাভাবিকভাবেই এই খবর জেনে বেশ অবাক হয়েছেন দর্শকরা। তবে স্লটহারা হলেও ‘রামপ্রসাদ’ এখনই শেষ হচ্ছে না। বরং পথচলা শেষ হবে স্টার জলসার বহুল চর্চিত সিরিয়াল ‘গুড্ডি’র (Guddi)। আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিকেল ৫:৩০টায় ‘গুড্ডি’র জায়গায় দেখানো হবে সব্যসাচী-পায়েলের ‘রামপ্রসাদ’।

আরও পড়ুনঃ আর হবে না মিল, মৃত্যুর মুখে দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্ব

প্রসঙ্গত, পরকীয়ার কাহিনী দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হওয়া ‘গুড্ডি’ বন্ধ হওয়া নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল স্টার জলসা। শোনা যাচ্ছে, আগামী ৭ সেপ্টেম্বর অন্তিম পর্ব সম্প্রচারিত হবে ‘গুড্ডি’র। এরপর দর্শকদের থেকে চিরবিদায় নেবে গুড্ডি, অঙ্কুশ, ঋতাভরীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥