ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকে আবারও জমজমাট পর্ব শুরু হয়েছে। দুবছরেরও বেশি সময় ধরে বাংলার সেরা দশ সিরিয়ালের মধ্যে রয়েছে ধারাবাহিকটি। তবে বর্তমানে এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে গল্প। একদিকে দীপার বিশ্বাস সূর্য ঠিক ফিরবে, অন্যদিকে সূর্য আবারও অর্জুনের সাথে দীপার সম্পর্ক আছে ভেবে ভুল ভাবছে।
ভুল বোঝার কারণে মেয়ে সোনা-রুপার কাছেও আজ বাবার মর্যাদা হারিয়েছে সূর্য। অসুস্থ হওয়ায় যখন রুপার সবচেয়ে বেশি দরকার ছিল বাবাকে তখনই সে কোনো দায়িত্ব নিতে অস্বীকার করে। এমন সময় অর্জুন পাশে দাঁড়ায়। তাই সোনা-রুপা মিলে অর্জুনকেই নতুন ড্যাডি বানানোর সিদ্ধান্ত নেয়। আর এবার সেই দাবিতেই অনড় রুপা।
গত পর্বেই দেখা গিয়েছিল জেল থেকে ছাড়া পেয়েছে তবলা। ছাড়া পেয়ে সোজা দীপার বাড়িতে এসে হাজির হয়েছে সোনা-রুপার জন্য উপহার নিয়ে। যা দেখে বেশ খুশি ছিল দুজনেই, কিন্তু আচমকাই রুপা অজ্ঞান হয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে জানা যায় যে রুপার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাকে মোটেই কোনোভাবে চাপ দেওয়া বা স্ট্রেস দেওয়া যাবে না।
আরও পড়ুনঃ হার মানল জগদ্ধাত্রী, ফুলকি না পর্ণা কে করল বাজিমাত? নতুন TRP তালিকা দেখে চমকে উঠল নেটপাড়া
হাসপাতালে একটু সুস্থ হতেই রুপা অর্জুনের খোঁজ করতে থাকে। খবর পেয়ে সেও দৌড়ে আসে। তখনই সবার সামনে অর্জুনকে দীপাকে বিয়ে করতে বলে রুপা, সোনাও একই কথা বলে। এমন একটা কথা শুনে দীপা রেগে বকতে গেলে অর্জুন তাকে আটকে দেয়। এমন সময় রুপার অপারেশনের কথা ওঠে, সেই সময় স্কুলের প্রধান শিক্ষিকাও হাজির হন।
প্রধান শিক্ষিকা জানান, রুপার জন্য তাঁরা সাড়ে ৬ লক্ষ টাকা তুলতে পেরেছেন। তবে সোশ্যাল মিডিয়াতে সবটা জানিয়ে সাহায্য চাইলে অনেকটাই সাহায্য হবে। কিন্তু অপারেশনের সময় চলে এলেও রুপা কিছুতেই রাজি নয়। দাবি না মানায় হাসপাতাল থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে একাই বেরিয়ে পরে রুপা।
আরও পড়ুনঃ ‘পরিচালকরা সব আঁতেল, দেব-জিৎ দুটোই হারামজাদা!’ কেন এমন বিস্ফোরক সুমিত গাঙ্গুলী? দেখুন ভিডিও
অর্জুন ও দীপা হন্যে হয়ে খুঁজতে থাকে রুপা। শেষমেশ দেখা যায় মন্দিরে এসে ঠাকুরের সামনে রুপা প্রার্থনা করছে যে অর্জুন আর দীপা যেন একেঅপরকে বিয়ে করে নেয়। এই কথা শুনে গেলে দুজনেই। রুপার শারীরিক অবস্থার কথা ভেবে অর্জুন রাজি হলেও দীপা কিছুতেই রাজি নয়। তবে কি পরিস্থিতির চাপে অর্জুনকে বিয়ে করবে দীপা? সেটা জানার জন্য চোখ রাখুন টিভির পর্দায় আর ফলো করুন বংট্রেন্ড।