• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হার মানল জগদ্ধাত্রী, ফুলকি না পর্ণা কে করল বাজিমাত? নতুন TRP তালিকা দেখে চমকে উঠল নেটপাড়া

অপেক্ষার অবসান, প্রকাশ্যে এল এসপ্তাহের বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা। প্রতি বৃহস্পতিবার এই একটা জিনিসের জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। কারণ TRP এর ওপরেই নির্ভর করে পছন্দের ধারাবাহিকের ভবিষ্যৎ। সেরা দশের মধ্যে যত বেশি নম্বর ততই ভালো। কিন্তু কমলেই শেষের দিকে পা বাড়াতে হয়! বিগত কয়েক সপ্তাহ টিআরপি লিস্টে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) টপার থাকলেও এবার সেটা পাল্টে গিয়েছে।

সদ্য প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে, পেয়েছে ৮.৬ পয়েন্ট। এরপর রয়েছে জি বাংলার আরেক মেগা ফুলকি, যার প্রাপ্ত পয়েন্ট ৮.৩। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মনের কথা আর ষ্টার জলসার (Star Jalsha) গীতা LLB। দুই সিরিয়ালেরই টিআরপি ৭.৮। অন্যদিকে এবারের তালিকায় সবাইকে চমকে নম্বর বাড়িয়ে ৭.২ পেয়ে পঞ্চমস্থানে রয়েছে কথা। তাহলে প্রথম স্থানে কে? চলুন দেখে নেওয়া যাক।

   

22 Feb Target Rating Point List of Bengali Serials Zee Bangla Jagaddhatri first see complete TRP List

৭ই মার্চের বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। হ্যাঁ ঠিকই দেখছেন সৃজন-পর্ণার কাহিনীই এবার বেঙ্গল টপার হয়েছে। অবশ্য হবে নাই বা কেন! একদিকে যেমন অয়ন-মৌমিতা-বর্ষাকে উদ্ধার করতে দুঃসাহসিক অভিযান চলছে। তেমনি নতুন টুইস্ট সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এবার বাবা হতে চলেছে বাবুউউ। সব মিলিয়ে সুপারহিট চলছে প্রতিটা পর্ব, যে কারণে জনপ্রিয়তাও মিলছে প্রচুর। তারই প্রতিফলন ঘটল টিআরপি তালিকায়। চলুন এবার দেখে নেওয়া যাক বাকিরা কে কোথায় আছে।

আরও পড়ুনঃ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে চাঁদের হাট, শুভেচ্ছা জানাতে হাজির শ্রাবন্তী সহ কারা? ফাঁস হল ভিডিও

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

নিম ফুলের মধু – ৮.৭ প্রথম
জগদ্ধাত্রী – ৮.৬ দ্বিতীয়
ফুলকি – ৮.৩ তৃতীয় 

কোন গোপনে মন ভেসেছে, গীতা LLB – ৭.৮
কথা – ৭.২

কার কাছে কই মনের কথা – ৬.৮
অনুরাগের ছোঁয়া – ৬.৫
সন্ধ্যাতারা – ৬.৪
আলোর কোলে – ৫.৯
তোমাদের রাণী – ৫.৭

আরও পড়ুনঃ ‘এক্কা দোক্কা’র পর আবারও ফিরছেন পর্দায়! কবে আসছে নতুন সিরিয়াল? সুখবর দিলেন সোনামণি

প্রসঙ্গত, গত সপ্তাহেই শেষ হয়েছে সন্ধ্যাতারা ধারাবাহিকটি। শেষ সপ্তাহে সন্ধ্যাতারা ৬.৪ পয়েন্ট পেয়েছে। সন্ধ্যাতারা শেষ হতেই তার জায়গা নিয়েছে নতুন মেগা ‘বঁধুয়া’। এদিকে ‘ইচ্ছে পুতুল’ ও শীঘ্রই শেষ হচ্ছে। ইতিমধ্যেই শেষ শুটিং হয়ে গিয়েছে প্রকাশ্যে এসেছে অন্তিম সম্প্রচারের তারিখও।

site