• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাঙা পা নিয়েই প্রেমিকার জন্মদিনে এলাহী আয়োজন রুবেলের! আবেগপ্রবণ শ্বেতা, রইল ভিডিও

‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) সিরিয়ালে অভিনয় করার সুবাদেই পর্দার সংগীত  যমুনার প্রেমের সম্পর্ক গড়িয়েছে বাস্তবে। এখন টলি পাড়ার অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য (Rubel Das & Sweta Bhattacharya)। দুজনের জন্মদিনই সেপ্টেম্বর মাসে। কিছুদিন আগেই জমিয়ে প্রেমিক রুবেলের বার্থডে সেলিব্রেট করেছিলেন শ্বেতা। আর এবার পালা ছিল রুবেলের। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল শ্বেতার জন্মদিন।

এবছর ৩১-শে পা দিয়েছেন অভিনেত্রী। প্রেমিকার জন্মদিনকে পেশাল করে তুলতে কোন কমতি রাখেননি রুবেল। কিছুদিন আগেই  জি বাংলার ‘নীম ফুলের মধু’ সিরিয়ালের শুটিং করতে গিয়েই পায়ে চোট পেয়েছিলেন অভিনেতা। সেই থেকেই একটানা বাড়ি বসেই চালিয়ে গিয়েছিলেন শুটিং। যদিও সদ্য পায়ের চোট সাড়িয়ে পর্দার সৃজন ফিরে এসেছেন সিরিয়ালের সেটে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,জন্মদিন উদযাপন,Birthday Celebration

সারা ঘর সাজানো বেলুন, ফেস্টুন আর আলোয়। দেওয়ালে ঝুলছে ‘Happy Birthday’ লেখা বেলুন আর শ্বেতা-রুবেলের কিছু মিষ্টি মুহূর্ত। হবু স্ত্রীর জন্য আদুরে বার্তাও দেন রুবেল। লেখেন- ‘তুমি খুব স্পেশ্যাল। প্রতিটা দিন তোমার জন্মদিন হোক। প্রতি বছর তুমি আরও সুন্দর হয়ে উঠছো সোনা! প্রতিদিন তোমার প্রতি আমার প্রেম আরও গাঢ় হয়, শুভ জন্মদিন’। প্রসঙ্গত, রুবেলের জন্মও সেপ্টেম্বরে। সপ্তাহ খানেক আগেই জন্মদিন সেলিব্রেট করেছেন ‘নিম ফুলের মধু’র সৃজন।

আরও পড়ুনঃ সত্যিই জানোয়ার! শতদ্রুর সামনেই শিমুলকে চুলের মুটি ধরে মার পরাগের, ফাঁস আগাম পর্ব

মাঝরাতেই প্রেমিকা তথা হবু স্ত্রীর বার্থডে সেলেব্রেশনের সেই ভিডিও শেয়ার করে নিয়ে ক্যাপশনে এদিন অদূরে ক্যাপশন দিয়ে রুবেল লিখেছিলেন ‘তুমি খুব স্পেশ্যাল। প্রতিটা দিন তোমার জন্মদিন হোক। প্রতি বছর তুমি আরও সুন্দর হয়ে উঠছো সোনা! প্রতিদিন তোমার প্রতি আমার প্রেম আরও গাঢ় হয়, শুভ জন্মদিন’।

আরও পড়ুনঃ পুজোর আগে স্ত্রীকে স্বপ্নাদেশ অভিষেকের! কী বললেন? নিজেই জানালেন সংযুক্তা

বাংলা সিরিয়াল,Bengali Serial,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,জন্মদিন উদযাপন,Birthday Celebration

অভিনেতার এই মিষ্টি ক্যাপশন এর জবাব দিতে ভোলেননি শ্বেতাও। জবাবে এদিন অভিনেত্রী লিখেছেন ‘তোকেও অনেক ভালোবাসি বাবাই, আজ আমি হাসছি, ভালো আছি শুধু তোর জন্য। এইভাবেই পাশে থাকিস সারা জীবন। তুই আমার দুর্বলতা, আবার দুই আমার শক্তি। এই অবস্থায় তুই যা করলি আমার জন্য সারা জীবন মনে রাখব, আমার জন্মদিনটা তুই বিশেষ করে দিলি’।