• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনা আক্রান্ত অসহায়দের পাশে দাঁড়াতে কমিউনিটি কিচেন খুলল ‘মাম্পি’ এবং বন্ধুরা!

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। অবস্থা ভালো নয় আমাদের পশ্চিমবাংলারও। রোজই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সচেতনতা আর সাবধানতা ছাড়া বাঁচার আর কোনোও উপায় নেই।

এই অসহায় পরিস্থিতিতে একে অপরের পাশে না থাকলে আর মানুষ হয়ে জন্মানো কেন? করোনা মোকাবিলায় তাই এখন যে যেমন ভাবে পারছেন বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। বাদ যাচ্ছেন না তারকারাও।

   

rooqma roy

তবে এই পরিস্থিতির জন্য কেবল নয়, মানুষের পাশে মানুষ হয়ে থাকার কাজ বেশ কিছু দিন আগে থেকেই শুরু করেছিলেন ‘দেশের মাটি’র মাম্পি ওরফে অভিনেত্রী রুকমা রায়। অনেকদিন ধরেই বেড, অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছিলেন অভিনেত্রী। তবে আবার সময় আরও কিছু করার। আর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ রুকমা এবং তার বন্ধুরা।

রুকমা রায়,সামওয়ান টু সামওয়ান,দেশের মাটি,কোভিড ১৯,কমিউনিটি কিচেন,মাম্পি,Rooqma Roy,desher mati,community kitchen,mampi,someone to someone

এবার চার বন্ধু এলিজা ভৌমিক, উপল চৌধুরি, ভিকি বিক্রম ভট্টাচার্য এবং রুকমা রায় মিলে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কমিউনিটি কিচেন খোলার সিদ্ধান্ত নিলেন। যোধপুর পার্ক, বিজয়গর, গল্ফ গ্রীন, বাঘাযতীন, যাদবপুর, লর্ডস, টালিগঞ্জ, কুঁদঘাট, রাণীকুঠি, নেতাজিনগর, নাকতলা, গড়িয়া এলাকায় ‘সামওয়ান টু সামওয়ান’-এর উদ্যোগে আগামী ৩০ দিন অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে যাবে পেট ভর্তি খাবার।

রুকমা রায়,সামওয়ান টু সামওয়ান,দেশের মাটি,কোভিড ১৯,কমিউনিটি কিচেন,মাম্পি,Rooqma Roy,desher mati,community kitchen,mampi,someone to someone

কেবল কোভিড আক্রান্ত দের জন্যেই এই উদ্যোগ নয়, রুকমা জানান বৃদ্ধ, ক্যামেরার পিছনের অগুনতি মানুষ তথা যাদের প্রয়োজন তাদেরই পেট ভরাবেন তারা, কারণ খিদে সকলেরই পায়।