• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত পাকে বাঁধা পড়লেন রুকমা রায়! সিঁদুরদানের ছবি ভাইরাল হতেই তোলপাড়, শুভেচ্ছা জানালো ভক্তরা

Published on:

Roopsagore Moner Manush actress Rooqma Ray marriage picture goes viral

টলিপাড়া জুড়ে এখন বিয়ের মরসুম। শীত পড়তে না পড়তেই সাত পাকে বাঁধা (Marriage) পড়েছেন একাধিক জনপ্রিয় তারকা। চলতি সপ্তাহের শুরুতেই বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। এরপর চার হাত এক হয় জি বাংলার জনপ্রিয় জুটি স্বর্ণদীপ্ত-অর্পিতার। দিন কয়েক আগেই গাঁটছড়া বাঁধেন শ্রীপর্ণা রায়। এসবের মাঝেই প্রকাশ্যে এল রুকমা রায়ের বিয়ের (Rooqma Ray Marriage) খবর।

বাংলা টেলিভিশনের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রুকমা (Rooqma Ray)। স্টার জলসা, জি বাংলা সহ একাধিক বাংলা বিনোদনমূলক চ্যানেলে কাজ করেছেন তিনি। এই মুহূর্তে ‘রূপসাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush) সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি সেই রুকমারই বিয়ের ছবি ঝড় তুলেছে নেটপাড়ায়।

Rooqma Ray marriage photo goes viral

একসময় শোনা যেত, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) সঙ্গে সম্পর্কে আছেন রুকমা। এখন অবশ্য সেসব গুঞ্জনে জল ঢেলে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে নতুন করে সংসার পেতেছেন রাহুল। অন্যদিকে এবার রুকমার সিঁথি রাঙিয়ে দিলেন আর এক জনপ্রিয় টেলি নায়ক।

আরও পড়ুনঃ পরাগের প্রশ্রয়ে বাড়ছে সাহস, শিমুল-শতদ্রুকে নিয়ে নোংরা বদনাম প্রিয়াঙ্কার! ফাঁস তুলকালাম পর্বের ট্র্যাক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুকমার সিঁদুরদানের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন সায়ন। এরপর থেকেই ছড়িয়ে পড়তে থাকে অভিনেত্রীর বিয়ের গুঞ্জন। তাহলে কি সায়নের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন রুকমা? অনেকের মনে উঁকি দেয় এই প্রশ্ন।

Roopsagore Moner Manush Rooqma Ray marriage photo

রুকমা বিয়ে করেছেন এটা ঠিক। সায়ন সত্যিই তাঁর সিঁথি রাঙিয়ে দিয়েছেন। তবে সম্পূর্ণ ঘটনাটাই ঘটেছে অনস্ক্রিনে। রিয়েল লাইফের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই। আসলে রুকমা-সায়নের বিয়ের যে ছবি ভাইরাল হয়েছে তা ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকের দৃশ্য।

আরও পড়ুনঃ পর্দায় দুচোখের বিষ, বাস্তবে কেমন সম্পর্ক শিমুল-পরাগের? ফাঁস হতেই ভাইরাল দ্রোণ-মানালির অদূরে ছবি

চর্চিত এই সিরিয়ালে সদ্য এন্ট্রি হয়েছে সায়নের। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, আগেই রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে পূর্ণার। এতদিন দর্শকরা ভাবতেন, রূপই হয়তো নায়ক। কিন্তু সায়নের এন্ট্রির পর থেকেই বদলে যায় গল্পের মোড়। এবার তো রূপের বিবাহিতা স্ত্রী পূর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল সে। এবার দেখা যাক, এরপর কোন দিকে মোড় নেয় ধারাবাহিকের কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥