• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রোজগেরে গিন্নি’ সঞ্চালিকার মেয়েই কাঁপাবে ছোটপর্দা! আসন্ন এই সিরিয়ালে নায়িকা লাজবন্তীর কন্যা

Published on:

Rojgere Ginni anchor Lajbanti Roy daughter Angana Roy debut in Bengali serial

Lajbanti Roy Daughter: বাংলা টেলিভিশনে এমন অনেক রিয়্যালিটি শো সম্প্রচারিত হয়েছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকরা ভুলতে পারেননি। এমনই একটি শো হল ‘রোজগেরে গিন্নি’ (Rojgere Ginni)। একটা সময় বিকেল হলেও এই শো দেখার জন্য টিভির সামনে বসে পড়তেন প্রত্যেকে। ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন লাজবন্তী রায় (Lajbanti Roy)। এবার তাঁর একমাত্র মেয়েই স্টার জলসার (Star Jalsha) এক সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় পা রাখতে চলেছেন।

বাংলা সঙ্গীত দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন লাজবন্তী। একাধিক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তবে ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালনার পর লাজবন্তীর জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে যায়। এখনও অনেকে তাঁকে ‘রোজগেরে গিন্নি’ হোস্ট নামেই মনে রেখেছেন। এবার ছোটপর্দা কাঁপাতে আসছেন লাজবন্তীর একমাত্র মেয়ে (Daughter) অঙ্গনা (Angana Roy)

Lajbanti Roy daughter, Lajbanti Roy and Angana Roy

স্টার জলসার পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘তুমি আশেপাশে থাকলে’। নামভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য। তাঁর বিপরীতেই নায়িকা হিসেবে দেখা যাবে লাজবন্তী-কন্যাকে। অঙ্গনা অভিনীত চরিত্রের নাম হল ‘পারো’।

আরও পড়ুনঃ আর লুকোচুরি নয়, অষ্টমীতে হাতে হাত রেখে ঘুরলেন আদৃত-কৌশাম্বী! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেতাপাড়া

একঘেয়ে পরকীয়া-কুটকচালি ছেড়ে ভৌতিক কাহিনী নিয়ে আসছেন রোহন-অঙ্গনা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ধারাবাহিকের দু’টি প্রোমো। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিয়াল। রাত ৮টায় ‘বাংলা মিডিয়াম’র স্লটে দেখা যাবে ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)

আরও পড়ুনঃ জেলে বসেও সূর্য-দীপার সুখের সংসারে আগুন, ভাবনার বাইরে কান্ড ঘটালো মিশকা, ফাঁস তোলপাড় করা পর্ব

Star Jalsha Bengali serial Tumi Ashe Pashe Thakle Paro actress Angana Roy real identity

স্টার জলসার এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ডেবিউ করলেও, অঙ্গনা অনেকদিন ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘নষ্টনীড়’, ‘রক্তকরবী’ সহ একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন লাজবন্তী-কন্যা। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে আদায় করে নিয়েছেন দর্শকদের প্রশংসা। এবার তাঁকেই দেখা যাবে ছোটপর্দা কাঁপাতে।

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

শোনা যায়, ছোট থেকেই হিন্দি সিরিয়াল দেখতে ভালোবাসতেন অঙ্গনা। সেই সময় থেকেই নিজেকে টিভিতে দেখার স্বপ্ন দেখতেন তিনি। ‘তুমি আশেপাশে থাকলে’র হাত ধরে অঙ্গনার ছেলেবেলার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার দেখা যাক, মায়ের মতো তিনিও দর্শকদের মন জয় করতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥