• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মরশুম জমজমাট, বিয়ের পিঁড়িতে RJ প্রবীণ, ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

শীতের শুরু হতেই দেশের বিয়ের মরশুম (Wedding Season) চালু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ তো বটেই একেরপর এক সেলিব্রিটিরাও ছাদনাতলায় বসছেন। আর এবার সেই তালিকায় নাম উঠল বিখ্যাত রেডিও জকি প্রবীণের (RJ Praveen)। আরজে হলেও সোশ্যাল মিডিয়াতে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। এমনকি নেটিজেনরা তাঁকে এবছরের মোস্ট এলিজিবল ব্যাচেলারও বলতেন। তবে আর নয়, এবার শীতেই আইবুড়ো নাম ঘোঁচালেন প্রবীণ ওরফে প্রবীণ শেঠিয়া পাত্রাতু (Praveen Sethia Patratu)

এবছর বিয়ের সিজেন শুরু হতেই একেরপর এক সুখবর মিলতে শুরু করেছে। বিগত দুদিন টলিপাড়ার হিরো পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে ব্যাপক চর্চা চলছে। এরই মধ্যে ‘গাঁটছড়া’ খ্যাত শ্রীপর্ণা রায়ও বিয়ের পিঁড়িতে বসেছেন। আর এবার সিঙ্গেল টু মিঙ্গেল তারকাদের তালিকায় জুড়ল আরজে প্রবীণের নাম।

   

RJ Praveen

রেড এমএম এ মজাদার জোকস থেকে লোক হাসান নানান কন্টেন্টের জেরে ব্যাপক জনপ্রিয়তা পান প্রাভীন। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও অফিসের সহকর্মীদের সাথে ভিডিও বানিয়ে ব্যাপক ফ্যান ফলোয়িং হয়ে গিয়েছে। মজাদার কমেডি স্কেচের ভিডিও পোস্ট করলেই তা ভাইরাল হতে বেশি সময় লাগে না। নিজেকে সিঙ্গেল বলেই জানাতেন প্রবীণ, তবে এবার আর সেটা রইল না। গতকালই সাত পাকে বাঁধা পড়েছেন তিনিই।

আরও পড়ুনঃ বিয়ে সারলেন ‘রুক্মিণী’ শ্রীপর্ণা, রইল ‘গাঁটছড়া’ নায়িকার মালাবদল থেকে সিঁদুরদানের ভিডিও সহ অ্যালবাম

জানলে অবাক হবেন জন্মসূত্রে কলকাতার বাসিন্দা ছিলেন প্রবীণ। পড়াশোনাও করেছেন কলকাতাতেই। এদিন বিয়ের পর নিজেই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Kya Se Kya Ho Gaya Dekhte Dekhte’। যাঁর অর্থ কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। ছবিটি মুহূর্তের মধ্যেই সুপার ভাইরাল হয়ে গিয়েছে। সাথে সাথে প্রবীণকে আগামী দিনের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।

আরও পড়ুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত-পিয়া, রইল ‘পরমপিয়া’ জুটির বিয়ের এক্সক্লুসিভ ছবির অ্যালবাম

ছবি ছাড়াও একটি ভিডিও ভাইরাল হয়েছে। আরজে জিনিয়ার শেয়ার করা ভিডিওতে গানের তালে নাচতে দেখা যাচ্ছে সকলকে। ভিডিওতে ভিডিও কন্টেন্টের সহযোগীদেরও দেখা গিয়েছে। তারপর দুজনের আংটি বদলের মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।