• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় স্তরে বাংলার জয়! ‘সারেগামাপা’র মঞ্চে ভূয়সী প্রশংসা পেল বঙ্গ তনয় ঋক

Updated on:

Rik Basu from Bengal sings Mon Majhi Re in Hindi SaReGaMaPa

বাংলা ‘সারেগামাপা’র (SaReGaMaPa) একনিষ্ঠ দর্শক যারা তাঁদের প্রত্যেকের কাছেই ঋক বসু (Rik Basu) হয়তো বেশ পরিচিত। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে বিচারকদের পাশাপাশি অগণিত শ্রোতার মন জয় করে নিয়েছিলেন এই গায়ক। বাংলা কাঁপিয়ে এবার সেই ঋকই পৌঁছে গিয়েছে হিন্দি ‘সারেগামাপা’য়। সেখানে গিয়েও নিজের গানের মাধ্যমে সকলের মন জয় করে নিলেন তিনি।

সদ্য পথচলা শুরু হয়েছে হিন্দি ‘সারেগামাপা’র নতুন সিজনের। বিচারক হিসেবে দেখা যাচ্ছে অনু মালিক, হিমেশ রেশমিয়া, নীতি মোহনের মতো নামী সঙ্গীতশিল্পীদের। তাঁদের সামনেই জিৎ-শুভশ্রী অভিনীত ‘বস’ (Boss) সিনেমার সুপারহিট গান ‘মন মাঝি রে’ (Mon Majhi Re) গেয়ে তাক লাগিয়ে দেন বাংলার ছেলে ঋক।

Rik Basu, Rik Basu Mon Majhi Re, Rik Basu SaReGaMaPa

বাংলার ‘মন মাঝি রে’ গানটি হিন্দিতেও রিক্রিয়েট করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়। সুপারস্টার অজয় দেবগণের ‘সিংহম রিটার্নস’ ছবির ‘শুন লে জারা’ গানটিতে ‘মন মাঝি রে’র সুরই ব্যবহার করা হয়েছিল। ‘সারেগামাপা’র মঞ্চে হিন্দি গানটিই গাইছিলেন ঋক। এরপর আচমকাই বাংলা গানের কলি ধরেন। আর তা শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিচারক হিমেশ সহ বাকি দর্শকরা।

আরও পড়ুনঃ নির্লজ্জের মতো মেঘের কাছে ক্ষমা চাইতে গেল নীল! উচিত জবাব দিয়ে ফিরিয়ে দিল মেঘ

Rik Basu, Rik Basu Mon Majhi Re, Rik Basu SaReGaMaPa

ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে বাংলা ‘সারেগামাপা’র মঞ্চে পৌঁছেছিলেন ঋক। সেখানে নিজের সুরের জাদুতে মোহিত করেছিলেন প্রত্যেককে। এবার সেই গায়কই জাতীয় স্তরে উজ্জ্বল করছেন বাংলার নাম। হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চে দাঁড়িয়ে ঋক বলেন, তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গেলেও তিনি তাঁকে ভুলতে চান না। সেই প্রেমিকার উদ্দেশ্যেই ‘মন মাঝি রে’ গান তিনি। যা শোনার পর হিমেশ এই বঙ্গ তনয়কে ‘সচ্চা আশিক’ তকমাও দেন।

আরও পড়ুনঃ রূপে-গুণে মানালিও ফেল! রইল ‘কার কাছে কই মনের কথা’র পরাগের বাস্তবের স্ত্রীর ছবি সহ পরিচয়


প্রসঙ্গত, জি বাংলার ‘সারেগামাপা’র হাত ধরে জনপ্রিয়তা লাভ করার পর বহু অনুষ্ঠানে গান গেয়েছেন ঋক। সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ‘এলো মা দুগ্গা’, ‘এই শহরে’, ‘লগন বয়ে যায়’র মতো গান। এছাড়া ‘বারিশ’ সিজন ২’তে ‘দিল কি গুল্লক’ গানটিও ঋকেরই গাওয়া। এবার সেই বঙ্গ তনয়ই পৌঁছে গিয়েছেন হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চে। জাতীয় স্তরে এবার বাংলার মুখ উজ্জ্বল করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥