• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নির্লজ্জের মতো মেঘের কাছে ক্ষমা চাইতে গেল নীল! উচিত জবাব দিয়ে ফিরিয়ে দিল মেঘ

Updated on:

Iccheputul serial Neel apologize to megh

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি  বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। দিনে  দিনে এই সিরিয়ালটিই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এই  ধারাবাহিকের প্রধান নায়িকা মেঘ (Megh) এখন দর্শকদের নয়নের মনি। মেঘের চরিত্রে অভিনেত্রী তিতিক্ষা দাস অল্প দিনেই মন জয় করে নিয়েছেন দর্শকদের।

আর তাঁর বিপরীতে নীলের (Neel) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে মেঘকে লাগাতার ভুল বোঝার জন্য এখন তাদের সম্পর্কটা একেবারে তলানিতে ঠেকেছে। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই চলছে একের পর এক দুর্ধর্ষ পর্ব। এই মুহূর্তে এই সিরিয়ালের একটাও পর্ব মিস করছেন না দর্শক। সদ্য এই ধারাবাহিকে পর্দাফাঁস হয়েছে ময়ূরীর।

জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,ময়ূরী,Mayuri,সত্যি ফাঁস,Truth Reveal,মেঘ,Megh,নীল,Neel,ক্ষমা,Sorry

মুখ চোড়া মেঘ প্রতিবাদী হয়ে উঠেছেন অনেক আগেই। আর এদিন দেখা গেল বেশ বুদ্ধি করেই মেঘ ময়ূরীকে দিয়েই নীলের সামনে সমস্ত সত্যি ফাঁস করিয়েছে। তাই এদিন ময়ূরী নিজের মুখেই বলতে বাধ্য হয়েছে মেঘের কোন দোষ ছিল না।রূপের সাথে মেঘের কোনো সম্পর্ক ছিলই না। প্রথম থেকেই মেঘ ঘেন্না করত রূপকে। আর রুপ একটা লম্পট ছেলে। মেঘের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই রূপ আর সে মিলে সেদিনের ওই জঘন্য প্ল্যানটা করেছিল।

আরও পড়ুনঃ এইবার জব্দ হবে শাশুড়ি! বাড়ি ফিরেই ভোলপাল্টে চমকে দিল শিমুল, প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

এরপর দেখা গিয়েছে প্রতিশ্রুতি মতোই মেঘ হাসপাতালে এসে ময়ূরীকে রক্ত দিয়েছে। আর এবার হাতেনাতে প্রমাণ মিলতেই নিজের ভুল বুঝতে পেরে প্রতিবারের মতো এবারও মেঘের কাছে ক্ষমা চাইতে ছুটে যায় ‘মেরুদণ্ডহীন’ নীল। কিন্তু এবার আর মেঘ তাকে ক্ষমা করবে না।

আরও পড়ুনঃ ‘মিলি’র প্রোমোয় দেখেই ক্রাশ খাচ্ছে মেয়েরা! রইল ‘ফড়িং’র হ্যান্ডসাম নায়কের নাম সহ আসল পরিচয়

 

https://youtu.be/h6nQ5h6jYbo?si=sl1m323Yz7FC_Oof

তাই নীল মেঘের কাছে যখন জানতে চায় ‘তুমি আমার কাছে ফিরবে না?’ তখন মেঘ তাকে মুখের ওপর ‘না’ বলে ফিরিয়ে দেয়। তবে সত্যিই কি এবার চিরকালের জন্য আলাদা হয়ে যাবে মেঘ-নীল? নাকি ময়ূরী সুস্থ হয়েই ভাবনার নতুন করে কোনো কলকাঠি নেড়ে গল্পে আনবে কোনো নতুন মোড়? ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সেটাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥