• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে-গুণে মানালিও ফেল! রইল ‘কার কাছে কই মনের কথা’র পরাগের বাস্তবের স্ত্রীর ছবি সহ পরিচয়

Updated on:

All you need to know about Kar Kache Koi MOner Kotha Dronn Mukherjee Real life Wife

Drronn Mukherjee’s Wife : জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় (Drronn Mukherjee)। দর্শকমহলে তাঁর পরিচিতি অবশ্য ‘পরাগ’ (Parag) নামেই বেশি। যদিও সিরিয়ালপ্রেমী মানুষদের একটি বিরাট অংশ দ্রোণ থুড়ি পরাগকে একেবারে পছন্দ করে না। অনেকের মতে আবার, তিনি বাংলা টেলিভিশনের সবচেয়ে খারাপ স্বামী।

অনেকেই ভেবে নিয়েছেন, পর্দার মতো বাস্তবেও স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন দ্রোণ। ‘কার কাছে কই মনের কথা’য় দেখা যাচ্ছে, বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর থেকে অত্যাচারিত হচ্ছে শিমুল (Shimul)। কিন্তু পরাগের সেদিকে কোনও ভ্রূক্ষেপ নেই। তার কাছে তার মা, ভাই আর বোন সবার আগে আসে। স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগেও সে দু’বার ভাবে না।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

জি বাংলার এই ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে দেখা যায় দ্রোণকে। যদিও অভিনেতা হিসেবে সবটা উপভোগ করছেন তিনি। তবে অভিনেতার স্ত্রী এসব দেখে কী বলছেন? সোশ্যাল মিডিয়া ট্রোলিং কী দ্রোণের রিয়েল লাইফ বউয়ের ওপর কোনও প্রভাব ফেলছে? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা নিজে।

আরও পড়ুনঃ পেটের জ্বালা বড় দায়! গান ছেড়ে খুলেছেন খাবারের স্টল, ‘সারেগামাপা’ গায়কের কাহিনী চোখে জল আনার মত

Kar Kache Koi Moner Kotha Parag, Drronn Mukherjee wife

পর্দার পরাগ বলেন, ‘অনেকে মনে করেন বাস্তবেও আমি হয়তো এরকম। তবে আসলে ব্যাপারটা তেমন না। আমি বিবাহিত। প্রথম প্রথম এই জিনিসগুলো আমার স্ত্রীকে প্রভাবিত করতো। ওর মন খারাপ হতো। তারপর একদিন ভালোভাবে ওকে বিষয়টা বোঝাই। এখন আর অত গভীরে গিয়ে ও এগুলো ভাবে না। এখন বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে’।

আরও পড়ুনঃ রাজ্য সামলানোর পাশাপাশি সিরিয়ালেরও ভক্ত! এই ৫টি বাংলা ধারাবাহিক রোজ দেখেন মুখ্যমন্ত্রী

Kar Kache Koi Moner Kotha Parag, Drronn Mukherjee wife

প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’র ট্র্যাক এখন বেশ জমে উঠেছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে শিমুল। সেখানে গিয়েও অবশ্য কটু কথা শুনতে হচ্ছে তাকে। তাহলে কি পাকাপাকিভাবে ভেঙে গেল শিমুল-পরাগের সংসার? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥