• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল অতীত! ময়ূরীর নতুন নায়ক হয়ে কামব্যাক করছেন এই জনপ্রিয় অভিনেতা, ছবি দেখলেই চমকে যাবেন

Updated on:

Popular Bengali Actor coming in Icche Putul as Mayuri;s Hero

এই মুহূর্তে একের পর ধামাকা পর্ব নিয়ে সম্প্রচারিত হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালটি।  প্রসঙ্গত বাংলা টেলিভিশনের পর্দায় এটি এমন একটি সিরিয়াল যার নায়ক-নায়িকারা তো বটেই সেই সাথে সমান জনপ্রিয় এই সিরিয়ালের খলনায়ক এবং খলনায়িকারাও।সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন মেঘ-ময়ূরী  (Mayuri) সম্পর্কে দুই বোন হলেও, ময়ূরী তার বোনের সবথেকে বড় শত্রু।

ছোটবেলা থেকেই অসুস্থতার কারণে রক্তের জন্য ময়ূরী মেঘের উপর নির্ভরশীল। কিন্তু তারপরেও ময়ূরীর মেঘের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টে পদে পদে সে মেঘকে হেনস্থা করেই চলেছে। যদিও দিদির অত্যাচারে দিনের পর দিন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মুখচোরা মেঘও এখন প্রতিবাদী হয়ে উঠেছে। ছোট থেকেই ময়ূরী মেঘের সমস্ত পছন্দের জিনিস কেড়ে নেয়।

Icche Putul Megh decides to get Mayuri and Souraneel married

বড় হয়েও তার স্বভাব বদলায়নি। মেঘ নীলের বিয়ের পরেও সেই একই কাজ করেছে ময়ূরী। তার জন্যই এখন ঘর ভাঙছে মেঘ-নীলের। যদিও তাদের ডিভোর্সের জন্য শুধু ময়ূরী এক দায়ী নয়। যথেষ্ট দোষ রয়েছে নীলেরও। আসলে নীল মেঘ কে ভালোবাসলেও আজ পর্যন্ত তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। তাই সেই অবিশ্বাস থেকেই নীল বারবার অপমান করেছে মেঘকে।

আরও পড়ুনঃ তিন বছরেই ভাঙ্গনের পথে সংসার? সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পর্দার ‘লালন’ ইন্দ্রাশিস

অন্যদিকে ময়ূরী এখন অপেক্ষায় আছেন মেঘ নীলের ডিভোর্সের পরেই সে যে করেই হোক গাঙ্গুলী বাড়ির বউ হওয়ার জন্য পাকাপাকি ব্যবস্থা করে ফেলবে। এরই মধ্যে জানা আছে গল্পে আসছে নতুন চমক। নীল নয় ময়ূরীর জীবনে এবার নতুন নায়ক হয়ে এন্ট্রি  নিতে চলেছেন বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা। ধারাবাহিকের ময়ূরীর এই নতুন প্রেমিক পেশায় একজন পুলিশ অফিসার।

আরও পড়ুনঃ মেয়ে ক্রিকেটারের সঙ্গে প্রেম করলে মেনে নেবেন? জবাবে চমকে দিলেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,ময়ূরী,Mayuri,নতুন নায়ক,New Hero,রিজওয়ান রাব্বানী শেখ,Rezwan Rabbani Sheikh

টেলিপাড়া সূত্রে খবর ধারাবাহিকে এই নতুন নায়কের চরিত্রে অভিনয় করবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রিজওয়ান  রাব্বানী শেখ (Rezwan Rabbani Sheikh)। এই অভিনেতা কে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল নবাব নন্দিনী তে।

এই সিরিয়ালে  তিনি নায়ক নবাবের চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিরিয়ালটি শেষ হওয়ার পর বহুদিন টেলিভিশনের পর্দায় দেখা যায় নি রিজওয়ানকে।  অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে জি বাংলার ইচ্ছেপুতুল সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন রিজওয়ান। জানা যাচ্ছে আগামী দিনে ধারাবাহিকে তাঁর চরিত্রটি ব্যাপক গুরুত্ব পেতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥