আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন? আর স্মার্টফোনের (Smartphone) মধ্যে ক্যামেরাও চাই ভালো। তাহলে আপনার জন্য রইল সুখবর, দুর্দান্ত একটি মিডরেঞ্জ বাজেট স্মার্টফোন আনছে রিয়েলমি। জানুয়ারি মাসের শেষ দিকেই লঞ্চ হতে চলেছে Realme 12 Pro Series। একসাথে দুটি ফোন লঞ্চ হবে একটি Realme 12 Pro ও আরেকটি Realme 12 Pro +, এই দুই ফোনেই থাকবে অত্যাধুনিক সমস্ত ফিচার্স।
Realme 12 Pro Series এর ক্যামেরা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে। কারণ ক্যামেরা নিয়ে জোরকদমে চলছে প্রচার। বিশেষ করে ক্যামেরার ‘সুপার জুম ক্যাপাসিটি’ হল ফোনটির মূল আকর্ষণ। জানা যাচ্ছে ফোনটিতে একটি দুর্দান্ত টেলিফোন লেন্স থাকবে যা DSLR এর মত কোয়ালিটির ছবি তুলতে সাহায্য করবে।
Realme 12 Pro Series Super Zoom
রিয়েলমি ১২ প্রো ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ লেন্স থাকবে। যেটা 120X জুম করতে সক্ষম হবে। এছাড়াও 3X অপটিক্যাল জুম ও অ্যাডভান্স লেবেলের অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবে।
Set your vision to the master zoom level with the #120XSuperzoom of #realme12ProSeries5G. #BeAPortraitMaster
Launching on 29th Jan, 12 Noon.
Know more: https://t.co/3BdtzFA7bP pic.twitter.com/h2woElspLZ
— realme (@realmeIndia) January 17, 2024
আরও পড়ুনঃ Apple Watch অতীত! অবাক করা দামে হেব্বি ফিচার্স, ২০ দিনের ব্যাটারির স্মার্ট ওয়াচ আনল Redmi
Realme 12 Pro Series Features
ক্যামেরা বাদেও এক সে এক ফিচার্স থাকছে Realme 12 Pro সিরিজের ফোনগুলিতে। নিচে ফোনটির কিছু ফিচার্স হাইলাইট করা হলঃ
- ৬.৭ ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120 Hz
- কার্ভড এজ ও সামনে পাঞ্চ হোল ক্যামেরা।
- প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 এর চিপ।
- 12 GB RAM ও 512 GB স্টোরেজ অপশন থাকবে।
- 5000mAh এর ব্যাটারি থাকবে, যেটা 67W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ বিনিপয়সার 5G এর দিন শেষ! রিচার্জ প্ল্যান আসার আগেই গোপন ফাঁস গোপন আনলিমিটেড 5G এর ট্রিক
এবার প্রশ্ন হচ্ছে ফোনটি কবে লঞ্চ হতে চলেছে ? উত্তর হল আগামী ২৯শে জানুয়ারি ভারতে লঞ্চ হবে Realme 12 Pro Series। চাইলে রিয়েলমি এর অফিসিয়াল ওয়েবসাইটের ইভেন্ট পেজে গিয়েও এই লঞ্চের কাউন্টডাউন দেখা যাবে।