• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিনিপয়সার 5G এর দিন শেষ! রিচার্জ প্ল্যান আসার আগেই ফাঁস গোপন আনলিমিটেড 5G এর ট্রিক

বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থার মধ্যে অন্যতম রিলায়েন্স জিও (Jio)। গতবছরের সমীক্ষা অনুযায়ী দেশে ৪৪.৫ কোটিরও বেশি জিও ব্যবহারকারী রয়েছে। যেটা দিন দিন বেড়েই চলেছে, এর একটা বড় কারণ হল বিনামূল্যে আনলিমিটেড 5G পরিষেবা (Unlimited Free 5G)। হ্যাঁ ঠিক যেমনটা ফ্রি 4G দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিল, তেমনই 5G এর জন্য হু হু করে বাড়ছে জিও সাবস্ক্রাইবার।

5G পরিষেবা লঞ্চ হওয়ার পর সেটা ফ্রি বলে ঘোষণা করেন মুকেশ আম্বানি। কথামত আজ পর্যন্ত মিলছে হাইস্পীড ইন্টারনেট। কিন্তু এবার শেষ হতে চলেছে ফ্রি ফাইভজি পরিষেবা। 5G সক্রিয় সমস্ত স্মার্ট ফোনেই নূন্যতম ২৩৯ টাকার রিচার্জ করলেই পাওয়া যাচ্ছিল 5G সার্ভিস। কিন্তু এবার সুখের দিন ফুরোতে চলেছে। ফাইভ জি সার্ভিস পেতে হলে খরচ করতে হবে টাকা।

   

Free Jio 5G

যেমনটা জানা যাচ্ছে, ২০২৪ সাল থেকেই 5G রিচার্জ চালু করতে চলেছে জিও। বছরের মাঝামাঝি সময় থেকেই নাকি নতুন নিয়ম চালু হবে। তবে এরই মাঝে দুর্দান্ত একটু সুখবর মিলেছে। আগামী দিনে সবাই যখন খরচ করে ৫জি ইন্টারনেট ব্যবহার করবে তখনও আপনি নিশ্চিন্তে ফ্রিতেই ফাইভজি ব্যবহার করতে পারেন। কিভাবে? সেটাই জেনে নেব আজকের এই প্রতিবেদনে।

সম্প্রতি এক গ্রাহক দারুন খুশির খবর শেয়ার করেছেন। রাহুল যাদব নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন। যেটা দেখা বোঝা যাচ্ছে, ২৯৯৯ টাকা রিচার্জ করায় MyJio অ্যাপে ২০২৫ সাল পর্যন্ত আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ফ্রি বন্ধ হওয়ার আগে যদি এখনই কেউ একবছরের রিচার্জ করে নেন তাহলে তিনি ফ্রীতেই 5G পাবেন আগামী ১ বছর।

অবশ্য এমন অফার এই প্রথমবার দেওয়া হয়নি। রিলায়েন্স জিও এর বিভিন্ন প্ল্যানের ক্ষেত্রেই এমনটা হতে দেখা গিয়েছে অতীতে। কোনো প্ল্যানের দাম বাড়ানোর আগে যদি কেউ একাধিক রিচার্জ করে রাখেন তাহলে বর্তমান দামেই সমস্ত পরিষেবা পাওয়া যায়। সেই প্রথা চালু রেখে ফ্রী 5G এর প্ল্যান দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।