• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Apple Watch অতীত! অবাক করা দামে হেব্বি ফিচার্স, ২০ দিনের ব্যাটারির স্মার্ট ওয়াচ আনল Redmi

যুগের সাথে পাল্লা দিয়ে মোবাইলের মত ঘড়িও স্মার্ট হয়ে উঠেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন হাল ফ্যাশনের স্মার্ট ওয়াচের (Smart Watch) কথাই বলছি। বাজারে কম দামি থেকেই বেশি দামের অনেক স্মার্টওয়াচ রয়েছে। তবে এবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ওয়াচ এনে চমকে দিল Redmi। দেখতে ও ফিচার্সের দিক থেকে Apple এর মত হলেও দাম অ্যাপেলের এক চতুর্থাংশেরও কম।

Redmi Watch 4

লেটেস্ট পিপিজি সেন্সর, ২০ দিনের ব্যাকআপ দেওয়ার মত পাওয়ারফুল ব্যাটারি রয়েছে Redmi Watch 4 এ। অফিসিয়ালি চিনে লঞ্চ হয়ে গিয়েছে রেডমি ওয়াচ ৪, দাম হয়েছে মাত্র ৪৭৭ ইউয়ান (চীনের টাকা)। এই দাম ভারতীয় টাকায় পারি ৫,৯৫৭ টাকা। অর্থাৎ অ্যাপেল ওয়াচের থেকে অনেক সস্তায় লেটেস্ট টেকনোলজির একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন সকলেই।

   

Redmi Watch 4 Price In India Features

শাওমি রেডমি ওয়াচ ৪ এর দুটি কালার লঞ্চ করা হয়েছে, একটি এলিগেন্ট ব্ল্যাক ও অন্যটি সিলভার স্নো হোয়াইট। এবার আসা যাক ফিচার্স সম্পর্কে। শাওমি এর HyperOS এর এই স্মার্ট ওয়াচে ১.৯৭ ইঞ্চির আমোলেড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলিউশন ৩৯০X৪৫০ পিক্সেল, এর সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০ নিট পর্যন্ত যেতে পারে।

নতুন এই Redmi Smart Watch 4 এর সাহায্যে খুব সহজেই দৈনন্দিন কাজ ট্র্যাক করা যাবে। হার্ট রেট, অক্সিমিটার, ঘুমের ডেটা থেকে শুরু করে স্ট্রেস লেভেল এর মত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়, রয়েছে ১৫০ এরও বেশি স্পোর্টস মোড।

এতকিছু ফিচার থাকার পরেও সবচেয়ে বেশি যেটা আকর্ষিণীয় সেটা হল Redmi Watch 4 এর ব্যাটারি ব্যাকআপ। একবার ফুল চার্জ দিলে স্মার্টওয়াচ এর 470mAH এর ব্যাটারিটি ২০ দিন পর্যন্ত চলবে। যেটা অ্যাপেল ওয়াচেও পাওয়া যায় না। তাই আপনিও যদি একটা স্মার্টওয়াচ কেনার কথা ভাবেন, তাহলে Redmi Watch 4 আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতেই পারে।

site