• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০০ কোটির পুরোটাই ঢপ, চরম ফ্লপ ‘গদর ২’! সানি দেওলের সিনেমা বিয়ে বিস্ফোরক কেআরকে

Published on:

KRK Claims Sunny Deol’s Gadar 2 movie box office collections are fake

KRK Tweets about Gadar 2 Fake Box office Collection : রিলিজের পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওলের ‘গদর ২’ (Gadar 2)। সিনেপ্রেমী মানুষরা এখন ‘গদর’ জ্বরেই কাবু। দেশের একাধিক রাজ্যে টিকিট বিক্রি করে কূল করতে পারছেন না থিয়েটার মালিকরা! ইতিমধ্যেই ৩০০ কোটি ছুঁইছুঁই ছবির বক্স অফিস কালেকশন (Box Office Collection)। কিন্তু জনপ্রিয় এক বলিউড (Bollywood) অভিনেতার দাবি, এসবকিছুই মিথ্যে! ভুয়ো বক্স অফিস কালেকশন দেখাচ্ছে সানি দেওলের (Sunny Deol) সিনেমা।

দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘গদর’র সিক্যুয়েল। তারা-সাকিনা রূপে সানি-আমিশাকে ফের পর্দায় দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া খুললেই, সিনেপ্রেমী দর্শকদের উন্মাদনার ঝলক চোখে পড়ছে। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিতর্কিত সমালোচক এবং ‘দেশদ্রোহী’ অভিনেতা কেআরকে (KRK) দাবি, এসব আসলে দর্শক টানার ফন্দি ‘গদর ২’ নির্মাতাদের। আসলে নাকি সানি দেওলের ছবি কেউ দেখতেই যাচ্ছে না!

Gadar 2, Gadar 2 teaser

সম্প্রতি কেআরকে টুইটারে লিখেছেন, ‘’গদর ২ নির্মাতারা কেন টিকিট কিনছেন, তারা তো নির্লজ্জের মতো বলে দিতে পারেন তাদের ছবি দৈনিক ৫-৬ কোটি টাকার ব্যবসা করছে’। এখানেই অবশ্য থামেননি তিনি। এরপর সরাসরি ‘গদর ২’র প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ভুয়ো বক্স অফিস কালেকশন প্রদর্শনের অভিযোগও আনেন ‘দেশদ্রোহী’ অভিনেতা।

আরও পড়ুনঃ আবারও ধামাকা হবে বক্স অফিসে, ‘আদিপুরুষ’ সুপারফ্লপ হতেই ‘মহাভারত’ তৈরির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর!

Gadar 2, KRK on Gadar 2

কেআরকের এই টুইট একেবারেই ভালো চোখে দেখেননি নেটিজেনরা। সানি দেওলের ছবির দিকে আঙুল তুলতেই ‘দেশদ্রোহী’ অভিনেতাকে ধুয়ে দিয়েছেন তাঁরা। একজন যেমন লিখেছেন, ‘সত্যি বক্স অফিস কালেকশনই দেখানো হচ্ছে। আসলে ‘গদর ২’ সাফল্য আপনি হজম করতে পারছেন না। ‘পাঠান’কে নিশ্চিতভাবে টপকে যাবে এই ছবি’।

আরও পড়ুনঃ ‘কানাডা কুমার’ বলার দিন শেষ, ৭৭তম স্বাধীনতা দিবসে প্রথমবার ভারতীয় হলেন অক্ষয় কুমার!


প্রসঙ্গত, ‘গদর ২’ রিলিজের আগেও কেআরকে ছবিটিকে সমর্থন করেননি। নেটিজেনদের একাংশের বক্তব্য, সানি দেওলের ছবির বক্স অফিসে এত রমরমা দেখে তেলেবেগুনে জ্বলছেন তিনি। সেই জন্যই এমন ভুয়ো তথ্য পরিবেশন করছেন। কারোর আবার দাবি, কেআরকের পছন্দের ছবি ‘পাঠান’র রেকর্ড ভেঙে যাবে সেই ভয়ে নাকি এসব বিস্ফোরক টুইস্ট করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥