• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা হতে চাই না! দীপিকার সাথে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিস্ফোরক রণবীর সিং

Published on:

Ranveer Singh refused to act as Ranbir Kapoor’s father in Brahmastra 2

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) যে একসময় রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে প্রেম করতেন তা কারোর অজানা নয়। শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করেছিলেন ঋষি-পুত্র। যে কারণে বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। তবে সেসব অনেক পুরনো কথা। ব্রেক আপের পরেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। রণবীর-দীপিকা দু’জনেই এখন বিয়ে করে সুখে সংসার করছেন।

প্রাক্তন রণবীর কাপুরকে ভুলে ২০১৮ সালে আর এক রণবীরের (Ranveer Singh) গলায় মালা দেন দীপিকা। ইটালিতে রণবীর সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। এরপর থেকে সুখে ঘর করছেন দু’জনে। যদিও কয়েকমাস আগে শোনা গিয়েছিল ‘দীপবীর’র ডিভোর্সের গুঞ্জন। তবে এখন এই খবরকে ব্যাকফুটে পাঠিয়ে শিরোনামে উঠে এল রণবীরের বাবা হওয়ার অনীহার সংবাদ!

Ranveer Singh and Deepika Padukone, Ranveer Singh and Deepika Padukone divorce, Ranveer Deepika divorce

গুঞ্জন শোনা যাচ্ছে, দীপিকার সন্তানের বাবা হতে চাইছেন না রণবীর! তবে বলে দিই, এখানে কথা হচ্ছে রিল লাইফের। ২০২২ সালে রিলিজ করেছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। ব্লকবাস্টার এই সিনেমায় শিবার ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। এই ছবির নায়িকা আলিয়া ভাট হলেও, শিবার মা অমৃতার চরিত্রে দেখা মিলেছিল দীপিকার। সেই সঙ্গেই জানা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র ২’তে ফোকাস করা হবে শিবার মা-বাবা তথা অমৃতা এবং দেবের কাহিনীর ওপর।

আরও পড়ুনঃ শুটিং শেষে আচমকাই হার্ট অ্যাটাক, হাসপাতালে কেমন আছেন ‘গোলমাল’ খ্যাত শ্রেয়াস তলপাড়ে?

প্রথমে শোনা গিয়েছিল, দেবের চরিত্রে রণবীর সিংকে কাস্ট করার কথা ভাবছেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতারা। ‘দীপবীর’ জুটিকে ফের বড়পর্দায় দেখা যাবে শুনে ভীষণ খুশি হয়েছিলেন অনুরাগীরা। তবে এখন শোনা যাচ্ছে, কিছুতেই রণবীর কাপুরের বাবা হতে চাইছেন না রণবীর সিং! যে কারণে ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতারা পড়েছেন বিরাট সমস্যায়।

Ranveer Singh doesn't want to Play Ranbir Kapoor's father in Brahmastra 2

আরও পড়ুনঃ ৩৫ পেরিয়েও লাগে অষ্টাদশী! এই উপায়ে এখনও নিজের যৌবন ধরে রেখেছেন শ্রাবন্তী

সূত্রের খবর, ২০২৫ সালে ‘ব্রহ্মাস্ত্র ২’ শুরু করার পরিকল্পনা ছিল অয়ন এবং তাঁর টিমের। তবে রণবীর সিং বেঁকে বসায় আপাতত সবটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু পরিচালক হাল ছাড়তে নারাজ। এটা অয়নের ড্রিম প্রোজেক্ট। এবার দেখা যাক, শেষ পর্যন্ত রণবীর সিংকে তিনি রাজি করাতে পারেন কিনা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥