• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং শেষে আচমকাই হার্ট অ্যাটাক, হাসপাতালে কেমন আছেন ‘গোলমাল’ খ্যাত শ্রেয়াস তলপাড়ে?

Published on:

Shreyas Talpade,Bollywood,Actor,Bollywood news,শ্রেয়স তালপাড়ে,বলিউড,অভিনেতা,বলিউডের খবর,Shreyas Talpade heart attack,Bollywood actor,Entertainment,Entertainment news,Bangla khobor,শ্রেয়স তালপাড়ে হার্ট অ্যাটাক,বলিউড অভিনেতা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,shreyas talpade news,shreyas talpade wife

নতুন বছর আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। নিউ ইয়ারের জন্য এখন দিন গুনছেন অধিকাংশ দেশবাসী। এর মাঝেই বলিউড (Bollywood) থেকে এল খারাপ খবর। আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade)। কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানো এই শিল্পী হাসপাতালে ভর্তি শুনে মন খারাপ হয়ে গিয়েছে ভক্তদের।

সূত্রের খবর, বৃহস্পতিবার একেবারে সুস্থ ছিলেন শ্রেয়স। সিনেমার শ্যুটিংয়েও গিয়েছিলেন তিনি। সেটে সবার সঙ্গে হাসিঠাট্টা করছিলেন অভিনেতা। এমনকি বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শ্যুটিং করেন শ্রেয়স। কিন্তু শ্যুটিং সেরে বাড়ি ফিরতেই শারীরিক অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। স্ত্রীকে সেকথা জানাতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।

Shreyas Talpade suffers heart attack

শ্রেয়াস তালপাড়ে হার্ট অ্যাটাক (Shreyas Talpade Heart Attack)

শ্রেয়সের শারীরিক অবস্থা দেখা মাত্রই তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে নেওয়া হয়। এরপর অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি (Angioplasty) করা হয়। হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে পিটিআইকে। অ্যাঞ্জিওপ্লাস্টির পর ‘গোলমাল’ অভিনেতা এখন সুস্থ আছেন বলে খবর মিলেছে।

আরও পড়ুনঃ ‘টাকাটা খুব প্রয়োজন’, অর্থের জন্য মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি করছেন তাপস পালের স্ত্রী!

হাসপাতালের তরফ এদিন শ্রেয়সের হেলথ আপডেট দিয়ে জানানো হয়, ‘গতকাল সন্ধ্যার দিকে ওনাকে হাসপাতালে আনা হয়। এরপর রাতেই ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এখন তিনি আইসিইউতে আছেন, তবে ঠিক আছেন’। অভিনেতার পরিবারের তরফ থেকেও একই কথা বলা হয়েছে।

Shreyas Talpade suffers heart attack

এখন কেমন আছেন শ্রেয়াস তালপাড়ে (Sreyas Talpade Health Condition Update)

শ্রেয়সের স্ত্রী দীপ্তি এদিন ইনস্টাগ্রামের মাধ্যমে জানান, ‘সম্প্রতি আমার স্বামী অসুস্থ হওয়ার পর মিডিয়া এবং বন্ধুবান্ধব সহ সকলে যেভাবে উদ্বিগ্ন হয়ে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছিলেন এবং তাঁর জন্য প্রার্থনা করেছেন তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে জানাচ্ছি যে ও এখন ঠিক আছে। কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ওকে ডিসচার্জ করে দেওয়া হবে’।

আরও পড়ুনঃ ‘দাদা আর নেই’! সানি দেওলের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল


প্রসঙ্গত, গতকাল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শ্রেয়স। সেখান থেকে বাড়ি ফিরে শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। একাধিক বলিউড এবং মারাঠি ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। শ্রেয়সের ঝুলিতে রয়েছে, ‘ওম শান্তি ওম’, ‘কৌন প্রবীণ তাম্বে’ এবং ‘গোলমাল’ সিরিজের প্রত্যেকটি ছবি। এছাড়া আরও বহু হিন্দি সিনেমায় তাঁকে দেখেছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥