• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩৫ পেরিয়েও লাগে অষ্টাদশী! এই উপায়ে এখনও নিজের যৌবন ধরে রেখেছেন শ্রাবন্তী

Published on:

Tollywood actress Srabanti Chatterjee beauty secret

দিন দিন যেন বয়স কমছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিনেত্রীর গ্ল্যামার। শ্রাবন্তীর পাশে ফিকে দেখায় এখনকার নতুন প্রজন্মের বহু নায়িকাকে। ৩৬ বছর বয়সেও কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন টলি (Tollywood) সুন্দরী? সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, শ্রাবন্তীর একগাল হাসি এখনও ঝড় তোলে বহু পুরুষ হৃদয়ে। লক্ষ্মী প্রতিমার মতো মুখ তাঁর। বয়সের ছাপ যেন এখনও স্পর্শ করতে পারেনি তাঁকে। স্বাভাবিকভাবেই অনেকেই তাঁর বিউটি সিক্রেট (Beauty Secret) জানতে আগ্রহী। ভক্তদের আবদার মেনে তাই নিজেই এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee interview

সৌন্দর্য ধরে রাখতে বেশ কিছু রুটিন মেনে চলেন শ্রাবন্তী। সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম জল খান তিনি। অভিনেত্রী বিশ্বাস করেন, শরীরের ভেতরটা পরিষ্কার থাকলে ত্বক এমনিতেই সুন্দর লাগে। এরপর ডিম সেদ্ধ, কলা এবং কম চর্বিযুক্ত দুধ পান করেন টলি সুন্দরী।

আরও পড়ুনঃ টলিউড কাঁপানোর জন্য তৈরি! টোটা রায় চৌধুরীর সুন্দরী মেয়েকে দেখলে সরবে না চোখ, রইল ছবিগ্যালারি

প্রাতঃরাশ সেরে শ্যুটিংয়ে বেরিয়ে পড়েন শ্রাবন্তী। এরপর দুপুরে তাঁর পাতে থাকে ব্রাউন রাইস, গ্রিলড মাংস কিংবা মাছ এবং স্যালাড। রাতে একেবারে হালকা খাবার খান নায়িকা। তবে শুধু ডায়েট নয়, নিয়ম করে শরীরচর্চাও করেন অভিনেত্রী। মাঝখানে শ্রাবন্তীর ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। যে কারণে কটাক্ষ শুনতে হচ্ছিল তাঁকে। এখন আবার ফের পুরনো টোনড ফিগারে ফিরে এসেছেন তিনি।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee bold, Srabanti Chatterjee trolled

আরও পড়ুনঃ হানিমুন মিটতেই অন্যদিকে মন, শহরে ফিরতেই নতুন বউ পিয়াকে ভুলে গেলেন পরমব্রত!

ডায়েট এবং শরীরচর্চার পাশাপাশি শ্রাবন্তী রোজ প্রচুর পরিমাণে জল পান করেন। এছাড়া প্রচুর ফল এবং ফলের রসও থাকে তাঁর খাদ্যতালিকায়। এছাড়া ত্বকের জেল্লা ধরে রাখতে টোনিং, ক্লিনিং এবং ময়েশ্চারাইজিং করেন নায়িকা। পাশাপাশি বাড়িতে থাকলে মেক আপ ছাড়া থাকারই চেষ্টা করেন তিনি। এভাবেই পুষ্টিকর খাবারদাবার, নিয়মিত শরীর চর্চা এবং রূপচর্চার মাধ্যমে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন শ্রাবন্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥