• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে জনি সিন্স, সাথে রণবীর সিং! যৌনতা নিয়ে জ্ঞান শুনেই অবাক নেটিজেনরা

নীলছবির দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব হলেন জনি সিন্স (Johnny Sins)। এই বিখ্যাত নীলতারকার নাকি রয়েছে যৌন সমস্যা! নিজের স্ত্রীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারছেন না তিনি। জনির এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন রণবীর সিং (Ranveer Singh)বলিউড (Bollywood) অভিনেতার হাত ধরে শেষ অবধি মিটলো জনির সমস্যা।

না, এখানে বাস্তব জীবনের কথা হচ্ছে না। বরং সম্প্রতি যৌন সমস্যা সংক্রান্ত একটি বিজ্ঞাপনে (Advertisement) একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। আর সেই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়েছে দর্শকদের। কী এমন রয়েছে সেই ভিডিওয়? চলুন দেখে নেওয়া যাক।

   

Ranveer Singh Johnny Sins advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন রণবীর। হিন্দি সিরিয়ালের আদলে তৈরি সেই বিজ্ঞাপনে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জনি ও রণবীর (Ranveer Johnny)। টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়ায় আমরা রোজ যে ধরণের বিজ্ঞাপন দেখে থাকি, তার চেয়ে একেবারে আলাদা এই অ্যাড।

আরও পড়ুনঃ স্বামী পারে না, তাই সন্তান সুখ পেতে দেওরের ঘরে বৌদি! দরজা লাগিয়ে দেখুন এই শর্টফিল্ম

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, জনির (বিজ্ঞাপনেও নাম জনি) স্ত্রী টিসু শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। রণবীর তখন জিজ্ঞেস করে, আচমকা কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে? তখন টিসু ভাসুরকে বলে, জনি তাকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারছে না। তাই সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বাড়ির বৌমার মুখে এমন কথা শুনে চমকে যায় সকলে। এরপর জনির মা এসে ঠাটিয়ে থাপ্পড় মারে টিসুকে।

Ranveer Singh and Johnny Sins advertisement

এরপরেই আসে চাঞ্চল্যকর এক দৃশ্য। শাশুড়ির হাতে সপাটে চড় খেয়ে ব্যালকনি থেকে পড়ে যেতে থাকে টিসু। স্ত্রী পড়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ব্যালকনি থেকে ঝাঁপ দেয় জনি। ভাই ঝাঁপ দেওয়ার আগে তার হাতে কায়দা করে যৌন সমস্যা মেটানোর ওষুধ, বোল্ড কেয়ার ছুঁড়ে দেয় রণবীর। ব্যালকনি লাফ দেওয়ার সময় তা মুখে পুড়ে নেয় জনি।

আরও পড়ুনঃ দরজা বন্ধ করেই শুরু, কি কুকীর্তিটাই না করল বৌদি! রাতে এই বাংলা শর্টফিল্মই গা গরম করে দেবে

এরপর বেশ কয়েক সেকেন্ড ধরে নীচে পড়তে থাকে জনি আর টিসু। আর সেই সময়ই দু’জনের মিলন হয় (যদিও সেই দৃশ্য বিজ্ঞাপনে দেখানো হয়নি)। নীচে নামার পর নিজের শাড়ি ঠিক করতে থাকে টিসু, দু’জনের মুখেই দেখা যায় তৃপ্তির হাসি। ওদিকে রণবীর ছুটে এসে ভাইয়ের বৌকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছ? জবাবে টিসু বলে, খুব ভালো আছি। এরপর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে এবং পরিবারের সকলের মুখে ফিরে আসে হাসি।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

রণবীর-জনির এই বিজ্ঞাপন দেখে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ লিখেছে, ‘পুনম পাণ্ডেকে রাখলে ভালো হতো’। কারোর আবার প্রশ্ন, ‘এটা কী দেখলাম?’  যৌন সমস্যা নিয়ে তৈরি এই ভিডিওটিকে নেটিজেনদের একাংশ অন্য চোখে দেখলেও রণবীর বিষয়টিকে অন্যভাবে দেখছেন। অভিনেতার কথায়, যৌন সমস্যা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্যই এই ভিডিও বানানো হয়েছে। যাতে মানুষের মনে বেশি প্রভাব পড়ে, সেই কারণে মজার ছলে এই বিজ্ঞাপনটি বানানো হয়েছে।