সারাদিনে কাজের ফাঁকে কিংবা কাজের শেষে বিনোদনের প্রয়োজন হয়। কেউ সিরিয়াল বা সিনেমা দেখে সময় কাটান তো কেউ আবার ওয়েব সিরিজের ফ্যান হয়। তবে এমন কিছু ভিডিও বা সিরিজ রয়েছে যেটার চাহিদা প্রায় সর্বদায় থাকে তুঙ্গে। হ্যাঁ ঠিক ধরেছেন বোল্ড ওয়েব সিরিজ ও বোল্ড শর্ট ফিল্মের (Bold Short Film) কথাই বলছি।
আসলে বর্তমানে টেকনোলজির উন্নতির ফলে স্মার্টফোনেই সিনেমা হল হাজির হতে পারে। তাছাড়া অনলাইন ওটিটি প্লাটফর্মের দৌলতে প্রত্যেকেই নিজের পছন্দের জিনিস যখন যেখানে খুশি দেখতে পারেন। এই কারণেই রাত নামলেই কিছু বিশেষ ভিডিওর ভিউ হু হু করে বাড়তে থাকে। বুঝতে বাকি নেই নিশ্চই, যে অ্যাডাল্ট কন্টেন্টের প্রতি আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে লোকেদের। অ্যাপ থেকে শুরু করে ইউটিউবেও প্রচুর এমন কন্টেন্ট রয়েছে।
এই শর্ট ফিল্মের মধ্যে অল্প সময়ের মধ্যেই সব ধরণের বিনোদন পাওয়া যায়। কমেডি, থ্রিলার থেকে শুরু করে মাখোমাখো রোম্যান্স সব ঠাসা থাকে। তবে রাত হলেই মূলত অ্যাডাল্ট কন্টেন্টের দিকেই ঝোঁক বাড়ে নেটিজেনদের। সকলে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইউটিউবে খুঁজতে থাকে এই ধরণের কন্টেন্ট। তবে আজ আপনাদের একটি হু হু করে পপুলার হওয়া শর্টফিল্মের হদিশ দেব, যেটা শীতের রাতেও রীতিমত গা গরম করে দেবে।
মাত্র ২ মাস আগেই ইউটিউবে শেয়ার করা হয়েছে শর্টফিল্মটি। যেটা ৫০,০০০ ভিউ পেরিয়ে গিয়েছে। অবশ্য যা জিনিস দেখানো হয়েছে তাতে ভিউ আগামী দিনে আরও বাড়বেই। বোল্ড এই শর্টফিল্মটির নাম ‘দাগ’। চাইলে আপনিও দেখতে পারেন। আর এমন আরও অনেক কন্টেন্ট বা শর্টফিল্ম রয়েছে ইউটিউবেই।