• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী পারে না, তাই সন্তান সুখ পেতে দেওরের ঘরে বৌদি! দরজা লাগিয়ে দেখুন এই শর্টফিল্ম

স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ইন্টারনেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে বুঁদ হয়ে থাকছে বাচ্চা বুড়ো সকলেই। আসলে শুধু যোগাযোগ মাধ্যম নয় বিনোদন থেকে কাজ সবই মিটছে স্মার্টফোনের দ্বারা। একসময় যেখানে সিনেমা হলের বাইরে হাউসফুল বোর্ড ঝুলতো সেখানে আজ বহু সিনেমা ফ্লপ হচ্ছে দর্শকদের অভাবে। এর একটা কারণ হল বর্তমানে হু হু করে বাড়তে থাকা ওটিটি প্লাটফর্ম। ওয়েব সিরিজ থেকে শর্টফিল্ম বিনোদনের ভরপুর মশলা আজ মুঠোফোনেই পেতে পারেন যে কেউ।

জিও আসার পর ইন্টারনেটের খরচ অনেকটাই কমে গিয়েছে। যার ফলে কন্টেন্ট দেখার চাহিদা অনেকগুন বেড়েছে। অবশ্য ডিজিটাল প্লাটফর্মের চাহিদা আরও একটা কারণে বাড়ছে। সেটা হল বোল্ড ওয়েব সিরিজ থেকে শুরু করে বোল্ড শর্টফিল্ম। যেটা নিজের ইচ্ছা মত যেখানে যেভাবে খুশি দেখা যায়। গোপন চাহিদা পূরণের এমন সুযোগ পেয়েই স্মার্টফোনে ব্যস্ত হয়ে পড়ছে সকলে।

   

Bold Shortfilm Sansaraa on youtube

সিনেমা হলে মূলত অ্যাকশন সিনেমা বেশ পপুলার হয়। রোম্যান্স থাকে ঠিকই কিন্তু সেটা যতটা দেখার ইচ্ছা সেটা মেলে না। অন্যদিকে ডিজিটাল প্লাটফর্ম যেমন ইউটিউব, উল্লু অ্যাপ, প্রাইম শট এর মত প্ল্যাটফর্মে কোনো কাটছাট ছাড়াই ভরপুর বোল্ড দৃশ্য দেখা যাচ্ছে। আজ এমনই একটি পপুলার হওয়া বোল্ড শর্টফিল্ম সম্পর্কে জানাবো আপনাদের। যেটা একেবারে বিনামূল্যে ইউটিউবের দেখে নিতে পারবেন।

 আরও পড়ুনঃ ঘরে একা পেয়েই ছক্কা মারল দারোয়ান! একজন নয় তিন জনের সাথে চলল খেলা, ভাইরাল হুশ ওড়ানো ওয়েব সিরিজ

সাহসী অ্যাডাল্ট কন্টেন্টে ভরপুর এই শর্ট ফিল্মটির নাম হল ‘সংসার’। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পর স্বামীকে নিয়ে সুখে থাকতে চাইলেও সেটা কপালে নেই গল্পের নায়িকার। বাচ্চা যাওয়ার কারণে মহিলাকে ‘বন্ধ্যা’র তকমা দিয়েছে শ্বশুরবাড়ির লোকে। এমনকি তার নিজের স্বামী পর্যন্ত নিজের অক্ষমতা মানতে নারাজ। বিবাদ এতটাই চরমে ওঠে যে তাকে ডিভোর্স পর্যন্ত দেওয়ার কথা উঠে যায়।

একটা সন্তান না হওয়ার কারণে সংসার করা হবে না? এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছিল নায়িকাকে। শেষমেশ স্বামী ও শ্বশুরবাড়ির লোকের সন্তানের চাহিদা পূরণের জন্য চরম সিদ্ধান্ত নেয় নায়িকা। শেষমেশ দেওরের সাথেই ঘনিষ্ট হয়ে পরে নায়িকা। তারপর যেটা হওয়ার তাই হল! এই শর্টফিল্মটিতে অল্প কিছুদিনেই ২ লাখেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। আর প্রতিদিনই বাড়ছে ভিউ। আপনিও চাইলে দেখে আসতেই পারেন।