• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এখনও ওকেই ভালোবাসি’, প্রাক্তন সোহিনীকে নিয়ে অকপট ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়ক রণজয় বিষ্ণু!

Published on:

Ranojoy Bishnu said this about his ex girlfriend Sohini Sarkar

রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং সোহিনী সরকার (Sohini Sarkar) যে একসময় প্রেম করতেন তা কারোরই অজানা নয়। একটা সময় তাঁদের প্রেম নিয়ে প্রচুর চর্চা হয়েছে। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেছেন তাঁরা। বহুবার দু’জনের ব্রেক আপের গুঞ্জনও শোনা গিয়েছে। তবে প্রত্যেকবার যাবতীয় গুঞ্জনে জল ঢেলে একে অপরের হাতটা আরও শক্ত করে ধরতেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য ধরে রাখা যায়নি সেই সম্পর্ক।

রণজয়-সোহিনীর বিচ্ছেদ হয়েছে বেশ কয়েকমাস হয়ে গেল। নায়কের সঙ্গে বিচ্ছেদের পর এখন গায়ককে মন দিয়েছেন নায়িকা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) সঙ্গে প্রেম করছেন সোহিনী। প্রকাশ্যে স্বীকার না করলেও, তাঁদের সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে।

Sohini Sarkar and Shovan Ganguly

অপরদিকে সোহিনীর প্রাক্তন রণজয় বিষ্ণুর প্রেমজীবন নিয়েও কম চর্চা হয় না। কয়েকদিন আগে অবধি টেলি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে অভিনেতার প্রেমের চর্চা শোনা যাচ্ছিল। এখন আবার অনস্ক্রিন বোন মিশমি দাসের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। যদিও দুই ক্ষেত্রেই সবটা রটনা বলে উড়িয়ে দিয়েছেন রণজয়। এবার প্রাক্তন প্রেমিকা সোহিনীকে নিয়ে বিরাট মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখে পুতুল, বিপদে পড়তেই শিমুলের কাছে গিয়ে ক্ষমা চাইবে মধুবালা! ফাঁস তোলপাড় করা পর্ব

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন রণজয়। সেখানে ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়ক বলেন, বিচ্ছেদের পর সোহিনী নতুন সম্পর্কে জড়ালেও তিনি এখনও সিঙ্গেল। তাই তাঁর প্রেমজীবন নিয়ে এত জল্পনা-কল্পনা হচ্ছে।

Sohini Sarkar and Ranojoy Bishnu, Tollywood couples break up before Durga Puja

নিজের প্রেমজীবন নিয়ে কখনওই লুকোছাপা করেননি রণজয়। এক দশকেরও বেশি সময় ধরে সোহিনীকে চেনেন তিনি। ২০১৩ সালে পরিচয়, ২০১৯ সাল থেকে প্রেম। দার্জিলিংয়ে প্রেমের সূত্রপাত। লুকোছাপা না করেই রণজয় স্বীকার করেন নেন, সোহিনীকে সত্যি সত্যিই তিনি ভালোবাসেন। শোভনের সঙ্গে সোহিনী সুখে থাকুক এটাই কামনা তাঁর।

আরও পড়ুনঃ ময়ূরীর মুখে ঝামা ঘষে বিয়ের পিঁড়িতে মেঘ-নীল! ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব ফাঁস হতেই লাফাচ্ছে দর্শকেরা

প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরে কান পাতলেই এখন শোভন-সোহিনীর সম্পর্কের চর্চা শোনা যায়। আনুষ্ঠানিকভাবে সম্পর্কে শিলমোহর না দিলেও তাঁদের প্রেম এখন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন দু’জনে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও পরে মুছে দেন শোভন। যদিও তার আগেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি আবার একটি গান গাওয়ার ভিডিও শেয়ার করে শোভন লেখেন, ‘যে সরকার পরিবর্তনশীল’ নয়, তাঁর অনুরোধেই এই গান গেয়েছেন তিনি। ‘পরিবর্তন না হওয়া এই সরকার’ যে আদতে সোহিনী তা বুঝতে বাকি থাকেনি কারোর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥