• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘প্রেম করছি’, স্বীকার করলেন রণজয় বিষ্ণু, প্রেমিকা সিরিয়ালের দাপুটে খলনায়িকা!

Published on:

Ranojoy Bishnu opens up about his love life

বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম নায়কদের মধ্যে একজন হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। তাঁর প্রেমে পাগল বহু কন্যে। সুদর্শন এই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন হল প্রেম ভেঙেছে রণজয়ের। সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক প্রেম এখন অতীত।

ব্রেক আপের পর থেকে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে রণজয়ের। কখনও শোনা গিয়েছে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। কখনও আবার উঠে এসেছে মিশমি দাসের নাম। তবে এবার নিজেই যাবতীয় জল্পনায় ইতি টানলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) নায়ক। কার প্রেমে তাঁর ‘মন ভেসেছে’ এবার জানিয়ে দিলেন তিনি।

Ranojoy Bishnu and Mishmee Das dating rumours

সম্প্রতি সৌরভ-দর্শনার বিয়েতে রণজয়-মিশমির নৈকট্য নজর কেড়েছিল সকলের। সোহিনীকে ভুলে তাহলে কি অনস্ক্রিন বোনের প্রেমে পড়লেন পর্দার অনিকেত? অনেকের মনে উঁকি দিয়েছিল এই প্রশ্ন। এই বিষয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে রণজয় বলেন, ‘আমাদের একসঙ্গে দেখে এতকিছু রটে গেল, ওহ মাই গড। ও আমার বোন ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন : আশেপাশে থাকলেই বিপদ! কোন স্বভাবের জন্য বদনাম কোয়েল মল্লিক? জানলে সত্যিই অবাক হবেন

তাহলে রণজয়ের জীবনজুড়ে এখন রয়েছেন কে? জবাবে হাসতে হাসতে অভিনেতা বলেন, ‘এখন আমার কাছে সবার এই একটাই প্রশ্ন। এই প্রশ্নটাকে সকলে খুব গুরুত্ব দিচ্ছেন। তবে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি সময় দিচ্ছি আমার কাজকে- অভিনয়কে’।

Ranojoy Bishnu, Ranojoy Bishnu girlfriend, Ranojoy Bishnu relationship

খানিক হেসে রণজয় বলেন, ‘আমি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আরও ভালো করে অভিনয় করতে চাই। বলতে পারেন, পুরো মন দিয়ে আমি আমার কাজ মানে অভিনয়ের সঙ্গে প্রেম করছি। এখন প্রায় সারাদিনই আমি ‘কোন গোপনে মন ভেসেছে’ নিয়ে ব্যস্ত আছি। এরপর ফের অন্য ধরণের বিষয় নিয়ে অন্য কোনও মাধ্যমে কাজ করবো’।

আরও পড়ুনঃ তিন ডিভোর্স নিয়ে জেরবার! মোট কত টাকার মালকিন শ্রাবন্তী? অঙ্কটা শুনলে মাথা বনবন ঘুরবে আমজনতার

রণজয় যখন নিজে মুখেই স্বীকার করে নিলেন তিনি তাঁর কাজের সঙ্গে প্রেম করছেন। তাহলে প্রশ্ন আসে, টেলিভিশন ছাড়া আর কোন মাধ্যমে তাঁর কাজ আসছে? উত্তরে অভিনেতা জানান, একটি সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগে। সেই ছবির পোস্ট-প্রোডাকশনের কাজও হয়ে গিয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ রিলিজ করতে পারে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥