• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন ডিভোর্স নিয়ে জেরবার! মোট কত টাকার মালকিন শ্রাবন্তী? অঙ্কটা শুনলে মাথা বনবন ঘুরবে আমজনতার

Published on:

Tollywood actress Srabanti Chatterjee net worth

সপ্তাহের সাত দিনই কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কখনও তাঁর কর্মজীবন নিয়ে, কখনও আবার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় ভক্তমহলে। এখন যেমন অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ নিয়ে আলোচনা হচ্ছে। মোট কত টাকার মালকিন শ্রাবন্তী? তা শুনে চোখ কপালে উঠেছে অনেকের।

শ্রাবন্তী এমন একজন অভিনেত্রী যার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর চর্চা হয়েছে। তিন বিয়ের একটাও টেকেনি। যে কারণে মাঝেমধ্যেই ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। তবে শ্রাবন্তী সেসবকে বিশেষ পাত্তা দেন না। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে জীবন উপভোগ করেন তিনি।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee birthday, Srabanti Chatterjee trolled on her birthday

তবে শ্রাবন্তীকে ঘিরে শুধু বিতর্কই নয়, তাঁর কাজ নিয়েও চর্চা হয় প্রচুর। অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতার প্রমাণ বারবার দিয়েছেন তিনি। টলিউডের (Tollywood) প্রথমসারির নায়িকাদের মধ্যে একজন শ্রাবন্তী। স্বাভাবিকভাবেই তাঁর সম্পত্তির পরিমাণটাও (Net Worth) আকাশছোঁয়া।

আরও পড়ুনঃ ৪টে প্রেম ভেঙেও নট আউট! নতুন সম্পর্কে শ্রাবন্তী, ফাঁস পঞ্চম প্রেমিকের নাম

২০২১ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে জিততে না পারলেও সেই সময় হলফনামায় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ সামনে এসেছিল। যা নিয়ে বিস্তর চর্চা-আলোচনা হয়েছিল তখন।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee interview

জানা গিয়েছিল, দু’টি ব্যাঙ্কে যথাক্রমে ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৯১ টাকা এবং ৫০ হাজার টাকা আছে শ্রাবন্তীর। এছাড়া তখন তাঁর কাছে প্রায় নগদ ১ লাখ টাকা ছিল। এটুকুই নয়, ৭ লাখ টাকার মিউচুয়াল ফান্ড আছে বলেও জানিয়েছিলেন টলি সুন্দরী।

আরও পড়ুনঃ ‘চেটে চেটে খাবো’, ‘দাদাগিরি’র মঞ্চে সোহমের ‘হরলিক্স’ ডায়লগ শুনে হাসি চাপা দায় সৌরভের

এছাড়াও ১০ লাখ টাকার জীবনবিমা ছিল শ্রাবন্তীর। এগুলো হল সম্পত্তির কথা। অভিনেত্রীর বাড়ির গ্যারাজে সাজানো রয়েছে দু’টি লাক্সারি গাড়ি। এর মধ্যে একটির মূল্য প্রায় ৫৩ লাখ এবং দ্বিতীয়টির দাম প্রায় ৭ লাখ টাকা। সেই সঙ্গেই প্রায় ৩০ লাখ টাকার গয়নাও রয়েছে টলি নায়িকার। হীরের গয়নার আছে প্রায় ২০ লাখের কাছাকাছি। লেদার কমপ্লেক্সের কাছে শ্রাবন্তীর নামে একটি জমিও আছে। অর্থাৎ সব মিলিয়ে শ্রাবন্তী যে বিপুল সম্পত্তির অধিকারিণী তা বেশ বুঝে নেওয়া যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥