• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুড্ডির থেকে দ্বিগুণ সুন্দরী! এই টেলি নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছে ‘অনুজ’ রণজয়

Ranojoy Bishnu: স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত একটি বহুল চর্চিত সিরিয়াল ছিল ‘গুড্ডি’ (Guddi)। টিআরপি তালিকায় রাজত্ব না করতে পারলেও বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই মেগা। ত্রিকোণ প্রেম, পরকীয়ার কাহিনী দেখিয়ে একাধিকবার ট্রোল হয়েছে গুড্ডি, অনুজরা। পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), শ্যামৌপ্তি মুদলিরা। দর্শকমহলে এখনও তাঁদের পরিচিতি অনুজ-গুড্ডি নামেই।

দেখতে দেখতে বেশ কয়েকমাস হয়ে গেল স্টার জলসার এই ধারাবাহিকটি (Bengali Serial) শেষ হয়েছে। তবে এখনও ছোটপর্দায় দেখা যায়নি রণজয়-শ্যামৌপ্তিকে। এতদিন ধরে এই দুই তারকার সিরিয়াল নিয়ে নানান জল্পনা-কল্পনা চললেও কোনও পাকা খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে মিলল সুখবর।

   

Guddi fame Anuj actor Ranojoy Bishnu's new girlfiend

শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন ‘গুড্ডি’ অভিনেতা অনুজ (Anuj)। তবে শোনা যাচ্ছে, স্টার জলসা ছেড়ে এবার জি বাংলার (Zee Bangla) হাত ধরতে চলেছেন অভিনেতা। পাশাপাশি প্রকাশ্যে এসেছে রণজয়ের নতুন নায়িকার নাম। শ্যামৌপ্তির সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কাড়ার পর এবার জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ আমার ডিভোর্স চাই! ফুলশয্যা মিটতেই পাল্টি খেল সৃজন, টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

সূত্রের খবর, ইতিমধ্যে রণজয়-শ্বেতার সিরিয়ালের প্রোমো শ্যুট হয়ে গিয়েছে। আসন্ন এই ধারাবাহিকে মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের সমস্যা দেখানো হবে। অপরদিকে রণজয়কে দেখা যাবে এই বিত্তশালী পরিবারের ছেলের চরিত্রে। আগামী মাস তথা ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা।

Sweta Bhattacharya Ranojoy Bishnu upcoming Bengali serial

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্বেতা। ‘সিঁদুর খেলা’, ‘যমুনা ঢাকি’, ‘জড়োয়ার ঝুমকো’ সহ একাধিক হিট বাংলা সিরিয়ালের অভিনয় করেছেন তিনি। তবে শ্বেতার শেষ সিরিয়াল ‘সোহাগ জল’ টিআরপি তালিকায় তেমন দাগ কাটতে পারেনি। যদিও প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়।

আরও পড়ুনঃ ৪ নম্বর বিয়ে সারলেন সারেগামাপা খ্যাত নোবেল, ফাঁস নতুন বৌকে কোলে নিয়ে আদরের ছবি!

অপরদিকে দীর্ঘ ৯ বছরের বিরতি শেষে ‘গুড্ডি’র হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন রণজয়। অনুজ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন তিনি। আশা করা যায়, আগামী দিনেও রণজয়-শ্বেতার ধারাবাহিককে ততটাই ভালোবাসা দেবেন দর্শকরা।