• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ নম্বর বিয়ে সারলেন সারেগামাপা খ্যাত নোবেল, ফাঁস নতুন বৌকে কোলে নিয়ে আদরের ছবি!

Updated on:

Nobel Man,Saregamapa Nobel,Mainul Ahsan Nobel,Farzana Arshi,নোবেল ম্যান,সারেগামাপা,নোবেলের চতুর্থ স্ত্রী

মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) ওরফে নোবেল (Noble) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। ২০১৯ সালে জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন নোবেল। সেই সময় গানের জন্য পরিচিতি পেলেও পরবর্তীকালে নানা বিতর্কে নাম জড়িয়েছে ওপর বাংলার এই গায়কের। গার্হস্থ্য হিংসা থেকে মাত্রারিক্ত মাদক সেবন এর মত গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

তবে সম্প্রতি চতুর্থ বিয়ে করে আবারও সংবাদ মাধ্যমের চর্চায় উঠে এসেছেন নোবেল (Nobel 4th Marriage)। হ্যাঁ ঠিকই দেখছেন, চতুর্থ বার বিয়ে করেছেন তিনি। এবছরেই তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সাথে বিচ্ছেদ হয়েছে নোবেলের। অর্থাৎ ৬ মাসের মাথাতেই নতুন করে গাঁটছড়া বাঁধলেন গায়ক।

SaReGaMaPa fame Mainul Ahsan Noble controversy, audience threw shoes at the singer

Nobel Man Fourth Wift Farzana Arshi

সোশ্যাল মিডিয়াতে নিজেই বিয়ের সুখবর জানিয়ে ছবি শেয়ার করেছেন নোবেল। বাংলাদেশী ফুড ভ্লগার ফারজানা আরশি হলেন নোবেলের চতুর্থ স্ত্রী। তবে নোবেলের আগে এক ফুড ভ্লগারকেই বিয়ে করেছিলেন ফারজানা। তাঁর সোশ্যাল পেজে এখনো আগের স্বামীর সাথে বেশ কিছু ছবি জ্বলজ্বল করছে। তবে কি আগের স্বামীর সাথে ডিভোর্স হয়েছে? এই প্রশ্নই এখন ঘুরছে নেটিজেনদের মাথায়।

আরও পড়ুনঃ বিয়ের কথা দিয়ে সর্বনাশ করেছে নীল, ময়ূরী নোংরা অপবাদ দিতেই ফর্মে ফিরল মেঘ! ফাঁস দুর্ধর্ষ পর্ব

বিয়ের খবর জানানোর আগেই ছবি শেয়ার করেন নোবেল। যেখানে এক তরুণীকে আলিঙ্গন করে থাকতে দেখা যাচ্ছে তাকে। শেয়ার হওয়ার পরেই হু হু করে ভাইরাল হয়ে পরে ছবি। সাথে ক্যাপশনে ছিল, ‘ক্যাপশন লিখা লাগবে? আরশি.. ❤️’। এর কিছুক্ষণের মধ্যেই জানা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ নাগিন থেকে সোজা ‘মিস গোবর দেবী’, প্রকাশ্যে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র প্রথম প্রোমো

 

প্রসঙ্গত, নোবেলের প্রথম স্ত্রী ছিল রিমি নামের এক মেয়ে। সেই সংসার খুব বেশিদিন টেকেনি। প্রথম বিচ্ছেদের পর এক আত্মীয়ের মেয়েকেই দ্বিতীয়বার জীবনসঙ্গী করেন নোবেল। কিন্তু সেই বিবাহিত জীবনও সুখের হয়নি, ফলে বিচ্ছেদ হয়ে যায়। এরপর তৃতীয়বার সালসাবিল মাহমুদকে বয়ে করেন নোবেল। কিন্তু সেই সম্পর্কও এবছরের মে মাসে শেষ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥