বাংলা সিনেমার পোড় খাওয়া একজন অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। দীর্ঘদিনের অভিনয় জীবনে একগুচ্ছ সিনেমায় অভিনয় করলেও আজও বাংলা সিনেমাপ্রেমীদের চোখে লেগে রয়েছে ‘শত্রু’ সিনেমায় তাঁর অভিনীত শুভঙ্কর সান্যাল চরিত্রটি। পর্দায় এই শুভঙ্কর সান্যাল শত্রু দমনের জন্য গায়ে চাপিয়েছিল পুলিশের উর্দি। চার দশক পর বাঙালির সেই পুরনো নস্টালজিয়াকে উস্কে দিয়ে একই নামে পর্দায় ফিরেছেন অভিনেতা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রঞ্জিত মল্লিক অভিনীত সিনেমা ‘অপরাজেয়’। তবে এই সিনেমায় অভিনেতার নাম একই থাকলেও বদলে গিয়েছে পেশা। শত্রু সিনেমার এই দুঁদে পুলিশ অফিসার এই সিনেমায় হয়েছেন একজন সৎ উকিল। যিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেন না। এই সততাই বিপদে ফেলে দিয়েছে তাঁকে।
একটি ঘটনার জন্য চাকরি থেকেও পদত্যাগ করতে হয় তাঁকে। নিজের কাজ থেকে দূরে সরে যাওয়ার জন্য মনমরা হয়ে যায় শুভঙ্কর। এমন সময় প্রতিবেশীর একটি ঘটনা তাঁকে আবার ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়। গোটা সিনেমা জুড়ে রয়েছে রঞ্জিত মল্লিকের দাপট। এই সিনেমাটি দেখে অনেকেরই বারবার মনে পড়েছে শত্রু সিনেমার রঞ্জিত মল্লিকের কথা।
আরও পড়ুনঃ মেঘ অতীত, ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণুর জীবনে এল নতুন রমণী! তবে কি বড় চমক আসন্ন ধারাবাহিকে?
এই সিনেমায় পর্দার শুভঙ্কর সান্যালের প্রতিবাদের কথা উঠতেই এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের প্রসঙ্গে প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতা রঞ্জিত মল্লিকের কাছে। অপ্রসঙ্গেই অভিনেতা এদিন একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া অনেক ভুল তথ্য রটায়। অনেক মিথ্যা খবর প্রকাশ করে। এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এভাবে ভুল তথ্য দেওয়া উচিত নয়।’
আরও পড়ুনঃ কুমারীপুজোর সাজে সোনা-রুপা, সূর্য-দীপার ক্ষতি করতে জেল থেকে পালালো মিশকা! ফাঁস ধামাকা পর্ব
এরপরেই অভিনেতার সংযোজন ‘আমি নিজের দিক থেকে মজা করেই বলছি, আমাকে সোশ্যাল মিডিয়া কম করে সাতবার মেরে ফেলেছে। সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমি এখনো অবধি সাতবার মারা গিয়েছি। এটা দেখে আমি হয়তো হেসেছি কিন্তু অনেক মানুষ আছেন যারা চিন্তায় পড়ে গিয়েছিলেন, মানুষকে তো এমন অহেতুক সমস্যার মধ্যে ফেলা উচিত নয়।’