• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীরামকৃষ্ণের জন্মবার্ষিকীতে দক্ষিণেশ্বরে পর্দার রামকৃষ্ণ, নবরূপে ফিরছেন অভিনেতা সৌরভ সাহা!

কিছুদিন হল শেষ হয়েছে জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rani Rasmoni)। জি বাংলার পর্দায় বিগত ৫ বছর ধরে সমান জনপ্রিয়তার সাথে চলেছিল সিরিয়ালটি। রানী রাসমণির জীবনকাহিনী খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল সিরিয়ালের মাধ্যমে। সাথে রামকৃষ্ণ চরিত্রটিকেও উপস্থাপন করা হয়েছিল বেশ ভালোভাবে। শ্রীরামকৃষ্ণের চরিত্রে ছিলেন অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)।

সিরিয়ালে রানীমার পর্ব বেশ কিছু দিন আগেই শেষ হয়েছিল। এরপর শ্রীরামকৃষ্ণের কাহিনী নিয়েই এগিয়ে চলেছিল সিরিয়ালের কাহিনী। দুর্দান্ত অভিনয়ের জেরে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন অভিনেতা সৌরভ সাহা। একপ্রকার বাঙালি দর্শকদের মনে শ্রীরামকৃষ্ণ বা গদাধরের চরিত্রে সৌরাভ একেবারে গেঁথে গিয়েছেন।

   

Ramkrishna,Rani Rashmoni Serial,Sourav Saha,Dakhineshwar Mandir,সৌরভ সাহা,রানী রাসমণি সিরিয়াল,দক্ষিনেশ্বর মন্দির

সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় দর্শকদের ভীষণ মন খারাপ হয়েছে। অনেকেই সিরিয়ালের শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই প্রতিবাদও করেছিলেন। তবে চ্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী শেষ হয়ে গিয়েছে সিরিয়ালটি। তাই শ্রীরামকৃষ্ণ অভিনেতাকে আবারো অন্য কোনো ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

Ramkrishna,Rani Rashmoni Serial,Sourav Saha,Dakhineshwar Mandir,সৌরভ সাহা,রানী রাসমণি সিরিয়াল,দক্ষিনেশ্বর মন্দির

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেতা সৌরভ সাহা। মাঝে মধ্যেই নিজের পরিবারের সাথে বা শুটিং ফ্লোরে সহকর্মীদের সাথে ছবি ও ভিডিও শেয়ার করে নেন। সম্প্রতি অভিনেতার বেশ কিছু ছবি নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে। যে ছবিতে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মবার্ষিকীতে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যাচ্ছে তাকে।

Ramkrishna,Rani Rashmoni Serial,Sourav Saha,Dakhineshwar Mandir,সৌরভ সাহা,রানী রাসমণি সিরিয়াল,দক্ষিনেশ্বর মন্দির

সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা জানান, শ্রীরামকৃষ্ণদেবের জন্মবার্ষিকীতে তাঁর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন ও পুজো দিতে এসেছেন তিনি। তাছাড়া তিনি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন তাই এই দিনটা তার কাছে বিশেষ। সিরিয়ালে তিনি নিজে রামকৃষ্ণ হলেও বাড়িতে তাঁর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দির রয়েছে। সেখানে নিত্য পুজো করেন।